মোহনা বিশ্বাস, কলকাতাঃ
বুধবার থেকে রাজ্যজুড়ে শুরু হল ‘দুয়ারে রেশন’ প্রকল্পের ট্রায়াল। ১৫ শতাংশ রেশন ডিলারদের এই পাইলট প্রজেক্টের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে খাদ্যদফতর। রাজ্য সরকার ‘দুয়ারে রেশন’ প্রকল্পের পাইলট প্রজেক্টের কাজ শুরুর নির্দেশ দেওয়া মাত্রই প্রকল্পে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন কয়েকজন রেশন ডিলার। কিন্তু বুধবার সেই আবেদন খারিজ করে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
যদিও খাদ্যদফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০ হাজারের বেশি রেশন ডিলারদের মধ্যে ৩ হাজার ২০০ জনকে পাইলট প্রোজেক্টের আওতায় আনা হচ্ছে। এ বিষয়ে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, ‘তিন হাজারের বেশি রেশন দোকান থেকে ট্রায়াল শুরু হচ্ছে। বাড়ি বাড়ি রেশন সামগ্রী পৌঁছে দেবেন রেশন ডিলাররা। দু’জন রেশন ডিলার হাইকোর্টে মামলা করেছেন। কিন্তু সরকার তো আর মামলা করেনি। তাই ট্রায়াল হবেই। তবে মূল অংশ শুরু হতে এখনও বেশ কিছুদিন সময় লাগবে।’
আরও পড়ুনঃ লোকাল ট্রেন নিয়ে মুখে কুলুপ রাজ্যের, বিধিনিষেধ বাড়ল আরো অন্তত ১৫ দিন
সরকারি পরিকল্পনা অনুযায়ী, রেশন ডিলারদের মাধ্যমে ছোট গাড়িতে করে পাড়ায় পাড়ায় রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। এর ফলে এবার বাড়ির কাছ থেকে রেশন সংগ্রহ করতে পারবেন গ্রাহকরা। রাজ্যের কয়েকটি জেলায় আগেই পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছিল ‘দুয়ারে রেশন’ প্রকল্প। আজ বুধবার থেকে কলকাতা-সহ বাকি জেলাগুলিতেও পরীক্ষামূলকভাবে শুরু হল ‘দুয়ারে রেশন’ প্রকল্প।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584