SSC: গ্রুপ ডি-র পরে গ্রুপ সি-তেও নিয়োগে দুর্নীতি! ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ হাইকোর্টের

0
89

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডি নিয়োগে দুর্নীতির মামলার পর এবার গ্রুপ সি নিয়োগের মামলাতেও বড় ধাক্কা খেল কমিশন। ভুয়ো নিয়োগের অভিযোগে ৩৫০ জনের বেতন বন্ধ করার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি ঠিক কতগুলি ভুয়ো নিয়োগ হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তিনি।

Calcutta Highcourt

নিয়ম বহির্ভূত ভাবে ৩৫০ জন চাকরি পেয়েছেন গ্রুপ সি পদে, এই মর্মে অভিযোগ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মামলাকারীরা। আজ বৃহস্পতিবার হাইকোর্টে শুনানি ছিল এই মামলার। আগেই এই মামলায় এক জনের বেতন বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট, আজ আরও ৩৫০ জনের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত।

আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেলে কেন জিএসটি নয়? সঠিক কারণ জানাতে কেন্দ্রকে নির্দেশ কেরালা হাইকোর্টের

মামলাকারীদের অভিযোগ ছিল প্যানেলের বাইরে অন্তত ৩৫০ জন চাকরি পেয়েছেন। অভিযোগ অনুযায়ী যতজন চাকরিতে যোগ দিয়েছেন তাঁদের সবার বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

আরও পড়ুনঃ মেট্রো যাত্রীদের জন্য আবারও সুখবর! ডিসেম্বরে চালু হতে পারে নতুন পরিষেবা

তবে আদালত সরাসরি তাঁদের বেতন বন্ধ করবে না। এসএসসি-কে নির্দেশ দেওয়া হয়েছে প্যানেলের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পরও নিয়োগপত্র দেওয়া হয়েছে কি না তা খতিয়ে দেখার। তা হয়ে থাকলে ডি আই-কে এসএসসি জানাবে বেতন বন্ধ করতে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here