স্কুল সার্ভিস কমিশনের নিয়োগে অনিয়মের মামলায় ২৫ জনের বেতন বন্ধের নির্দেশ দিল আদালত

0
91

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ- ডি পদে নিয়োগে অনিয়মের মামলায় আজ ২৫ জন কর্মীর বেতন বন্ধ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ডিআই-কে এই নির্দেশ কার্যকর করার কথা বলেছেন বিচারপতি। গত ২ বছর ধরে চাকরি করে আসছেন ওই কর্মীরা।

Calcutta Highcourt

আজ বুধবার স্কুল সার্ভিস কমিশনের সচিবকে তলব করে আদালত। সেই মতো উপস্থিত হন সচিব। এ দিন দুপুর ৩ টে পর্যন্ত কমিশনকে ব্যাখ্যা দেওয়ার জন্য সময় দেওয়া হয়েছিল। ৩ টের পর কমিশনের আইনজীবী কিশোর দত্ত আদালতে জানান, কমিশন এই ২৫ জনের নিয়োগের বিষয়ে কিছু জানে না। কমিশনের তরফে আদালতে বলা হয় এমন ঘটনায় নিজেদের নাম জড়িয়ে যাক তা কমিশনও চায় না তাই কোনও অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত করানোর হোক। যদিও আদালত তেমন কোন নির্দেশ দেয়নি। আপাতত মামলা শেষ হওয়া পর্যন্ত ওই ২৫ জন কোন বেতন পাবেন না এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ওই ২৫ জনকে কাল তলব করেছে আদালত।

আরও পড়ুনঃ আগামী ২১ নভেম্বর পর্যন্ত রাজধানীর দূষণ নিয়ন্ত্রণে জারি একগুচ্ছ নির্দেশিকা

আদালত এদিন কমিশনকে হলফনামা দিতে নির্দেশ দিয়েছিল। হলফনামায় কমিশন জানিয়েছে, তারা এই চাকরির সুপারিশ করেনি। কমিশনের কোনও আঞ্চলিক অফিস থেকে চাকরি হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এ দিন মামলাকারী আইনজীবীরা আদালতে জানান, শুধু ২৫ জন নয়, এরকম বহু নিয়োগ হয়েছে যাদের নিয়োগ নিয়ে কোনও স্পষ্ট ব্যাখ্যা নেই।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here