নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল একটি অন্তর্বর্তী রিপোর্ট দুদিন আগে জমা দেয় হাইকোর্টে। শুক্রবার ‘ভোট পরবর্তী হিংসা’ মামলার শুনানি ছিল কলকাতা হাইকোর্টের পাঁচ সদস্যের বেঞ্চে, মানবাধিকার কমিশনের রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারকে একাধিক কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত নির্দেশ দিয়েছে ভোট পরবর্তী হিংসায় যাঁরা আক্রান্ত হচ্ছেন, আহত হচ্ছেন তাঁদের চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারকেই নিতে হবে।
মামলায় আরো অভিযোগ করা হয়েছিল যে রেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে বিরোধীদলের কর্মী-সমর্থকদের। এবিষয়েও আদালত নির্দেশ দিয়েছে, যাঁদের রেশন কার্ড কেড়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ তাঁদের প্রত্যেককে রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকেই।
আরও পড়ুনঃ বিধায়কদের হুইপ জারি তৃণমূলের,আজ বিধানসভায় উপস্থিতি আবশ্যিক
এছাড়া পুলিশ প্রশাসনকেও বিশেষ নির্দেশ দিয়েছে আদালত। বলা হয়েছে,যতগুলি অভিযোগ ছিল এই বিষয়ে তার প্রতিটি রেকর্ড করতে হবে। শুধু তাই নয়, যাঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের সকলের বয়ানও রেকর্ড করতে হবে পুলিশকে। ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি নেতা অভিজিত সরকারের মৃতদেহের দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছে আদালত, ময়না তদন্ত করতে হবে কলকাতার কমান্ড হাসপাতালে এমনটাই নির্দেশ দিয়েছে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584