নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বিধানসভার অধ্যক্ষ সিবিআই ও ইডিকে তলব করেন বিধানসভায়। অধ্যক্ষের আইনত এই ক্ষমতা আছে কিনা জানতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সিবিআই ও ইডি। শুক্রবার ছিল সেই মামলার শুনানি।
সিবিআই ও ইডিকে বিধানসভার অধ্যক্ষ তলব করতে পারেন কিনা, এদিন সে প্রশ্নের সরাসরি কোন উত্তর দেয়নি আদালত। তবে এর পরে আবার বিধানসভার অধ্যক্ষ তাদের তলব করলে আদালতের দ্বারস্থ হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আরও পড়ুনঃ ১৮ হাজার কোটি টাকার দরপত্র গ্রাহ্য, ৬৮ বছর পর ফের এয়ার ইন্ডিয়া যাচ্ছে টাটা গোষ্ঠীর হাতে
তবে উল্লেখযোগ্য বিষয় হল, সিবিআই ও ইডির এই মামলার শুনানি পর্বে অত্যন্ত বিরক্তিসূচক মন্তব্য করেন, বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি বলেন, ‘‘যথেষ্ট হয়েছে, আর নয়। দু’পক্ষকেই বলছি। রাজনৈতিক ঝগড়া অনেক হয়েছে। মানুষ তাঁদের রায় দিয়ে দিয়েছেন। এখন এই তরজা লজ্জাজনক। এবার আপনারা এসব বন্ধ করুন। সব ভুলে কাজে মন দিন। পরবর্তীকালে এই ধরনের কাজ হতে থাকলে আইন তার নিজের কাজ করবে।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584