মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ
সম্প্রতি জানা গেছে যে, জুতো থেকেও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে পারে। এবার এই আরোপ লেগেছে মোবাইল ফোনের উপরেও। গত ২১ এপ্রিল পশ্চিমবঙ্গের হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ করে রাজ্যসরকার। পরের দিন নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানান জুতোর থেকেও মোবাইল ফোন থেকে সংক্রমণের সম্ভাবনা বেশি। এরপরই করোনা হাসপাতালে মোবাইল ফোনে নিষেধাজ্ঞাকে চ্যালেঞ্জ করে একটি মামলায় রাজ্য সরকারকে তার বক্তব্য জানানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
মঙ্গলবার হিন্দু জাগরণ মঞ্চের পক্ষে দায়ের করা একটি মামলায় এই নির্দেশ দিয়েছে আদালত। সঙ্গে কেন্দ্রীয় সরকারকে এই মামলায় অন্তর্ভুক্ত করতেও নির্দেশ দিয়েছে। করোনা হাসপাতালে মোবাইল ফোন নিষেধাজ্ঞার বিষয়ে রাজ্যের মুখ্যসচিবের মন্তব্য মেনে নিলেও প্রশ্ন ওঠে, মোবাইল ফোন থেকে যে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে, এটা বুঝতে রাজ্য সরকারের পুরো ১ মাস লেগে গেল কেন?
হাসপাতালে মোবাইল ফোন নিষিদ্ধ কেন?অবশেষে আবেদনকারীর আইনজীবীর বক্তব্য শুনে সাত দিনের মধ্যে রাজ্য সরকারকে এবিষয়ে তাদের বক্তব্য জানাতে বলেছে আদালত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584