নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উচ্চ মাধ্যমিক পরীক্ষা- ২০২১ এর ফল প্রকাশিত হল। এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট পাশের হার ৯৭.৬৯ শতাংশ। ছেলেদের পাশের হার ৯৭.৭০, মেয়েদের পাশের হারও প্রায় সমান।

এই বছরের পরীক্ষার কোন মেধাতালিকা প্রকাশিত হয়নি। রাজ্যের সব জেলাতেই পাশের হার ৯৭ শতাংশের উপরে। মোট পরীক্ষার্থীর ৬০ শতাংশের বেশি পাশ করেছে প্রথম বিভাগে। সংখ্যার হিসেবে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭ জন, যা আগের বছরের তুলনায় কিছুটা কম।
কলা বিভাগে পাশের হার ৯৭.৩৯ শতাংশ, বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৯.২৮ শতাংশ, বাণিজ্য বিভাগে ৯৯.৮ শতাংশ। প্রথম দশে রয়েছে ৮৬ জন।
সংসদ সভানেত্রী মহুয়া দাস জানিয়েছেন, সংসদের ইতিহাসে এই প্রথমবার এককভাবে সর্বোচ্চ ৪৯৯ পেয়েছেন এক ছাত্রী। সংসদ জানিয়েছেন, উচ্চ মাধ্যমিকে প্রথম হওয়া ওই ছাত্রী মুর্শিদাবাদের বাসিন্দা।
আজ বিকেল ৪টে থেকে ফল দেখা যাবে সংসদের ওয়েবসাইটে। সভানেত্রী জানান, রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সম্পূর্ণ মার্কশিটের প্রতিলিপি দেখা যাবে। আগামীকাল সংসদের ৫২টি কেন্দ্র থেকে মার্কশিট বিতরণ করা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584