মোহনা বিশ্বাস, কলকাতাঃ
মঙ্গলবার প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। এদিন সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের ফল প্রকশ করেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল ১০টায় ওয়েবসাইটে মাধ্যমিকের ফল বেরিয়ে যায়। দুপুরের পরে স্কুল থেকে মার্কশিট, অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট সংগ্রহ করতে শুরু করেন অভিভাবকেরা।

করোনার কারণে পরীক্ষাই হয়নি তাই নজিরবিহীনভাবে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রীই পাশ করল এবারের মাধ্যমিকে। পরীক্ষার্থীদের সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৬৯৭। এবছরে মাধ্যমিক পরীক্ষায় ৭৯ জন পরীক্ষার্থী ৬৯৭ নম্বর পেয়েছে। এমনকী, ৯০ শতাংশ পড়ুয়া ফার্স্ট ডিভিশন পেয়েছে, অর্থাৎ প্রায় সাড়ে ৯ লক্ষ পরীক্ষার্থী ৬০ শতাংশের বেশি নম্বর পেয়েছে। তবে পর্ষদের তরফে জানানো হয়েছে ফল পছন্দ না হলে ফের পরীক্ষায় বসতে পারবে ছাত্রছাত্রীরা।
এই বিপুল সংখ্যক পড়ুয়ার উচ্চ মাধ্যমিকে ভর্তি নিয়ে চিন্তায় অভিভাবকরা। এহেন পরিস্থিতির মধ্যে উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে একাদশ শ্রেণির আসন বাড়ানো হতে পারে বলে মঙ্গলবার জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস। একাদশে ভর্তি প্রসঙ্গে মহুয়াদেবী জানান, অতিমারি আবহে মাধ্যমিকে পাশের হার যে বাড়বে, সেটা তাঁরা আগেই অনুমান করেছিলেন। তাই বিকল্প ব্যবস্থা গ্রহণের পরিকল্পনাও করে রেখেছেন তিনি।
আরও পড়ুনঃ ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকলেও উচ্চ প্রাথমিকে নিয়োগ এখনই নয়
মঙ্গলবার বিকেলেই একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশিকা জারি করে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে বেশ কয়েকটি বিষয়ের ক্ষেত্রে ভর্তির জন্য ন্যুনতম নম্বর বেঁধে দেওয়া হয়েছে এই বছর। উচ্চমাধ্যমিকে কয়েকটি বিষয় নিয়ে পড়াশোনা করতে হলে মাধ্যমিক বা সমমানের অন্য বোর্ডের পরীক্ষায় ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। বিষয়গুলি হল অঙ্ক, স্ট্যাটিস্টিক্স, জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, ভূগোল এবং কম্পিউটার সায়েন্স। এই বিষয়গুলি নিয়ে এবারের মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীরা যদি পড়তে চান তাহলে তাঁদের ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর থাকতে হবে। তবেই স্কুলগুলি ওই ছাত্রছাত্রীদের ভর্তি নেবে। এমনটাই নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
আরও পড়ুনঃ প্রাথমিক স্কুল থেকেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পক্ষে মত আইসিএমআর-এর
শিক্ষক মহলের একাংশের মতে, উচ্চ মাধ্যমিকে সব থেকে বেশি চাপ থাকে বিজ্ঞান বিষয়ে ভর্তির ক্ষেত্রে। এ বার সেই চাপ আরও বাড়তে পারে। কারণ, সব বিষয়ের মতো বিজ্ঞান বিষয়েও নম্বর উঠেছে অনেক বেশি। বিজ্ঞানে ভর্তির ক্ষেত্রে পড়ুয়াদের সচেতন থাকতে হবে। দেখতে হবে, সত্যিই পড়ুয়ার বিজ্ঞান নিয়ে পড়ার উৎসাহ আছে কি না। অন্যথায় উচ্চশিক্ষায় অসুবিধা হতে পারে। সূত্রের খবর, ইতিমধ্যেই একাদশের ভর্তির ফর্ম দিতে শুরু করেছে কিছু স্কুল।
উল্লেখ্য, নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতেই ২০২১ সালের মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে শিক্ষাবিদদের কপালে চিন্তার ভাঁজ। তাঁদের মতে, নম্বরের এই বাড়বাড়ন্তের ফলে একাদশ শ্রেণিতে ভর্তি হতে সমস্যা হতে পারে পড়ুয়াদের। আসন সংখ্যার চেয়ে এবছরের মাধ্যমিকের পাশের সংখ্যা অনেকটাই বেশি হওয়ায় স্কুলে স্কুলে ভর্তির সমস্যা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584