নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উচ্চমাধ্যমিক পরীক্ষা-২০২১ এর ফল ঘোষিত হবে আগামী ২২ জুলাই, বৃহস্পতিবার। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে একথা জানানো হলো মঙ্গলবার।
করোনা পরিস্থিতির কারণে এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করেছিল রাজ্য সরকার। সংসদ জানিয়েছিল আভ্যন্তরীণ মূল্যায়ন পদ্ধতিতে নম্বর দেওয়া হবে পরীক্ষার্থীদের। একই সঙ্গে সংসদের সভানেত্রী জানিয়েছিলেন ২৫ থেকে ৩০ জুলাইয়ের মধ্যে ঘোষিত হবে ফল।
আরও পড়ুনঃ প্রাথমিকে নিয়োগ শুরু, আবেদনের জন্য সময় মাত্র একদিন, বিজ্ঞপ্তি শিক্ষা দপ্তরের
সেই ঘোষণা মতোই, নির্দিষ্ট সময়ের মধ্যেই ঘোষিত হতে চলেছে ফল। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ২২ জুলাই দুপুর ৩টেয় ফল প্রকাশ করা হবে। সেদিনই বিকেল ৪টে থেকে সংসদের ওয়েবসাইট-সহ একাধিক ওয়েবসাইটে জানা যাবে ফল। এছাড়া এসএমএস এবং মোবাইল অ্যাপের মাধ্যমেও ফল জানা যাবে। ২৩ জুলাই, শুক্রবার সকাল ১১টা থেকে পরীক্ষার্থীদের মার্কশিট-সহ অন্যান্য শংসাপত্র দেওয়া হবে বলে জানিয়েছে সংসদ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584