কোভিড ধাক্কায় কমল উচ্চমাধ্যমিকের সিলেবাস, তালিকা প্রকাশ করল পর্ষদ

0
48

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

করোনার ভ্যাকসিন না আসার কারণে স্কুল খোলার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য প্রশাসন। কিন্তু অভিভাবকদের দাবি মেনে কমিয়ে দেওয়া হয়েছে সিলেবাসের চাপ। শিক্ষামন্ত্রীর ঘোষণা মতোই প্রথম দফায় উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের প্রস্তাব মেনে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কাটছাঁটের প্রস্তাবে সায় দিল রাজ্য সরকার। কোন কোন বিষয়ে কী কী অংশ বাদ দেওয়া হয়েছে, শিক্ষা মন্ত্রীর ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে বিষয়ভিত্তিক সিলেবাস-এর বিস্তারিত নোটিফিকেশন করল।

student | newsfront.co
প্রতীকী চিত্র

সংসদের করা নোটিকেশনে জানা যায়, উচ্চমাধ্যমিকে পড়ানো মোট ৪০টি বিষয়ের সিলেবাস কাটছাঁট করা হয়েছে ৷ বাংলা, ইংরেজি থেকে ফিজিক্স কেমিস্ট্রি, ফেঞ্চ থেকে পার্সি, সব বিষয়ে সিলেবাসেই কম বেশি কাটছাঁট করেছে সংসদ ৷ বেশ কিছু বিষয়ের ক্ষেত্রে দেখা গেছে ৩০ থেকে ৩৫ শতাংশের বেশি কাটছাঁট করা হয়েছে ৷ তুলনামূলকভাবে কেমিস্ট্রি অর্থাৎ রসায়নের সিলেবাসেই হয়েছে সবথেকে বেশি অদল বদল ৷ সংসদ বিবৃতিতে জানিয়েছে, যেসব বিষয়ে লিখিত পরীক্ষায় ৬০ নম্বরেরও কম নম্বর থাকে সেগুলিতে কোনও কাঁটছাঁট করা হয়নি৷

আরও পড়ুনঃ যাত্রী সংখ্যা বাড়ায় আরও ৫১ টি ট্রেন বাড়ালো দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর বিভাগ

এবার এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন বিষয় কি কি অংশ থাকছে ২০২১এর উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস এর জন্য-

১) বাংলা প্রথম পত্র থেকে বাদ পড়েছে ‘কে বাঁচায়, কে বাঁচে’ ৷ ভাষা সাহিত্য থেকে ‘শব্দার্থ তত্ত্ব ৷ বাদ ‘আমার বাংলা’ ও কলের কলকাতা ৷ বাদ পড়েছে বাংলা গানের ধারাও ৷

২) রাষ্ট্রবিজ্ঞানে বাদ দ্বিতীয় বিশ্ব যুদ্ধের পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক, বৈদেশিক নীতি, রাষ্ট্রসঙ্ঘের চ্যাপ্টার

৩) পদার্থবিদ্যা থেকে বাদ পড়েছে অল্টারনেটিভ কারেন্ট, ইলেকট্রো ম্যাগনেটিভ ওয়েভ, অ্যাটম এবং নিউক্লিয়াস, কমিউনিকেশন সিস্টেম

৪) সবথেকে বেশি কাটছাঁট রসায়নে ৷ সলিড স্টেট থেকে সারফেস কেমিস্ট্রি, প্রায় ১২টি চ্যাপ্টার বাদ এবছরের সিলেবাস থেকে

৫) মর্ডান কম্পিউটার অ্যাপ্লিকেশনে নেটওয়ার্কিং, ল্যান-ওয়্যান প্রোটোকল, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এমএস অ্যাক্সেস-এর মতো বিষয়গুলি পরীক্ষায় থাকছে না ৷

আরও পড়ুনঃ সবার জন্য স্বাস্থ্য সাথী, বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

করোনা পরিস্থিতিতে মার্চ মাসের শেষ সপ্তাহ থেকেই রাজ্যজুড়ে স্কুল বন্ধ রয়েছে। অনলাইনে ক্লাস শুরু হলেও গ্রামাঞ্চলে স্কুলগুলিতে কার্যত ধাক্কা খেয়েছে অনলাইনে ক্লাস নেওয়ার প্রক্রিয়া। উচ্চমাধ্যমিক বা দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের এখনও পর্যন্ত ক্লাসরুমে কোনও ক্লাস হয়নি।

যদিও ফেব্রুয়ারি-মার্চ মাসে মাধ্যমিক উচ্চমাধ্যমিক নেওয়ার সম্ভাবনা কার্যত নেই বলেই মনে করা হচ্ছে। জল্পনা রয়েছে তাহলে বিধানসভা ভোটের পরেও মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হতে পারে। সেক্ষেত্রে বাকি অংশের সিলেবাস শেষ করিয়ে তবেই পরীক্ষার পথে হাঁটতে পারে রাজ্য।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here