জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
প্রকাশিত হল চলতি বছরের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। এ বছরের উচ্চ মাধ্যমিকে শীর্ষ স্থানে মুর্শিদাবাদের কন্যা। ৫০০-এর মধ্যে ৪৯৯ পেয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করল কান্দির বাসিন্দা রুমানা সুলতানা। কান্দির রাজা মনিন্দ্র চন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা কান্দি থানার শিবরামবাটি এলাকার বাসিন্দা রুমানা সুলতানার সাফল্যে খুশি তাঁর পরিবারসহ মুর্শিদাবাদবাসী। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে রুমানা বড়ো হয়ে চিকিৎসক হতে চায় বলে জানিয়েছে।
উল্লেখ্য, কান্দির রাজা মণীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা। ২০১৯ সালে মাধ্যমিক পরীক্ষায় রুমানা পঞ্চম স্থান দখল করেছিল। দু’বছর আগে জীবনের প্রথম বড় পরীক্ষায় ৬৮৭ নম্বর পেয়েছিল রুমানা। তারপর ওই স্কুলে ভর্তি হয়েছিল বিজ্ঞান বিভাগে। সে বিজ্ঞান নিয়েই পড়তে বেশি ভালবাসে। রুমানার বাবা রবিউল আলম ভরতপুর গয়েসাবাদ অচলা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। মা সুলতানা পারভিন শিক্ষিকা। করোনা পর্বের মধ্যেই মেয়ের এই সাফল্যে খুশি গোটা পরিবার। রুমানার সাফল্যে উৎফুল্ল তাঁর শিক্ষক, শিক্ষিকা এবং প্রতিবেশীরা।
প্রসঙ্গত বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস বলেন, ‘এবারেও কোনও মেধা তালিকা প্রকাশ করা হচ্ছে না। খুবই অল্প সংখ্যক পরীক্ষার্থী উত্তীর্ণ হতে পারেননি।’ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এককভাবে প্রথম হয়েছেন মুর্শিদাবাদের এক তরুণী। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৯ অর্থাৎ কান্দির রুমানা সুলতানা।
এ প্রসঙ্গে রুমানা জানিয়েছে, ‘‘প্রথম হিসাবে আমার নাম তো বলা হয়নি। তবে যে ফল প্রকাশ হয়েছে, তাতে আমি খুশি। আসলে মাধ্যমিক এবং একাদশ শ্রেণির ফল ভাল ছিল। তাই এমন ফল হয়েছে।’’ রুমানা আরও বলছেন, ‘‘উচ্চ মাধ্যমিক দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষা নেওয়া হয়নি। আমি পড়াশোনা করে ভবিষ্যতে চিকিৎসক হতে চাই।’’ এছাড়াও দুবার ভালো ফলের অবদানে সুলতানা তার বাবা মা এবং শিক্ষকের অবদানের কথা বলেছে।
আরও পড়ুনঃ একাদশে ভর্তির প্রক্রিয়া শেষ করতে হবে অগাস্টের মধ্যে, বিজ্ঞপ্তি জারি শিক্ষা সংসদের
রুমানার সুলতানার প্রথম হওয়ার খবর হতেই তার বাড়িতে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শিক্ষক এবং সমাজসেবকদের ভিড় উপচে পড়ে রুমানাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এদিন রুমানাকে সম্বর্ধনা দিতে স্বয়ং উপস্থিত হয়েছিলেন কান্দির মহকুমা শাসক নবীন কুমার চন্দ্র, ডি আই অমর কুমার সিল, ডিইও অন্যন্যা ঘোষ, কান্দি এস আই গোবিন্দ রায়। বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষরযুক্ত শংসাপত্র তুলে দেওয়া হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অধিকারী রুমানা সুলতানার হাতে।
আরও পড়ুনঃ সালারের সাহিদুল আফ্রিদি সর্বোচ্চ ৬৯৭ নম্বর পেল মাধ্যমিকে
কান্দি এস আই গোবিন্দ রায় বলেন, “রুমানা সুলতানা কেবলমাত্র মুর্শিদাবাদ নয় পশ্চিমবঙ্গের গর্ব, আমরা চাই সে আরো বড়ো হোক আরো এগিয়ে যাক”। জেলার মেয়ে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ফেসবুকে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584