শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
পূর্ব ঘোষণামত মেধাতালিকা ছাড়াই প্রকাশিত হল ২০২০-এর উচ্চমাধ্যমিকের ফলাফল। পাশের হার ৯০.১৩ শতাংশ, যা সর্বকালের রেকর্ড। ছাত্রীদের পাশের হার বেশি। ছাত্রদের পাশের হার – ৯০.৪৪ শতাংশ, ৯০ শতাংশের বেশি ছাত্রীদের পাশের হার। সবচেয়ে ভাল ফলাফল কলকাতার পরীক্ষার্থীদের।
এছাড়া পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়ায় পাশের হার সবচেয়ে বেশি। প্রথম বিভাগে পাশ করেছে ৫০ শতাংশের বেশি পরীক্ষার্থী। তবে প্রাপ্ত নম্বর অনুযায়ী সম্ভাব্য মেধাতালিকা তৈরি করা সম্ভব করা সম্ভব হয়েছে।
আসুন দেখে নেওয়া যাক উচ্চমাধ্যমিকের সম্ভাব্য মেধাতালিকা:
প্রথম– মোট চার জন ৪৯৯ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করেছে। কলকাতার শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট গার্লস হাইস্কুলের শ্রোতাশ্রী রায়, বাঁকুড়ার বড়জোড়া হাই স্কুলের গৌরব মন্ডল, বাঁকুড়া কেন্দুয়াডিহি হাই স্কুলের অর্পণ মন্ডল, হুগলির হুগলি কলেজিয়েট স্কুলের ঐক্য বন্দোপাধ্যায়।
দ্বিতীয়– মোট ৯ জন ৪৯৮ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে কলকাতার। যোধপুর পার্ক বয়েজ হাই স্কুলের গৌরব মাইতি, দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের নিলাভজ্য দাস। উত্তর চব্বিশ পরগনার বনগাঁ হাইস্কুলের দেবার্ঘ্য চক্রবর্তী। উত্তর দিনাজপুর রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের জয় মন্ডল। বাঁকুড়া অণ্ডা হাই স্কুলের রিয়া দত্ত। বীরভূম নব নালন্দা শান্তিনিকেতন এইচএস স্কুলের রৌনক সাহা। হুগলি মুক্তারপুর হাই স্কুলের মহম্মদ তালাহ, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুলের সৌগত সরকার, পশ্চিম মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবনেপ অনীক জানা।
তৃতীয়– মোট ১৫ জন ৪৯৭ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে। কলকাতার নব নালন্দা হাইস্কুলের সৈকত দাস। দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের রাহুল মজুমদার, পূর্ব বর্ধমানের বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস হাই স্কুলের শরণ্যা ঘোষ, পূর্ব বর্ধমানের সাতগাছিয়া হাই স্কুলের শীর্ষেন্দু সাহা, পূর্ব মেদিনীপুরের কাজলাগড় এম এস বি সি এম হাই স্কুল সায়নী মহাপাত্র, উত্তর দিনাজপুরের তরঙ্গপুর এন কে হাইস্কুলের মীরা দেব শর্মা, বাঁকুড়া অণ্ডা হাই স্কুলের শিল্পা দত্ত, বাঁকুড়া সিমলাপাল মদন মোহন হাই স্কুল রূপ সিনহা বাবু, মৌ দাসমহান্ত, বাঁকুড়া ছাংডোবা হাই স্কুলের সায়ন চক্রবর্তী। হুগলি চিনসুরা দেশবন্ধু মেমোরিয়াল হাই স্কুল সরজিত ধর, হুগলি ভাস্তারা জজোনেশ্বর হাই স্কুল তপদীপ ঘোষ, হুগলি শ্রী অরবিন্দ বিদ্যামন্দির প্রথম সাহা চৌধুরী। দক্ষিণ দিনাজপুর বালুর ঘাট হাই স্কুলের দিব্যজ্যোতি ভট্টাচার্য, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয় তনিশা বসাক।
চতুর্থ– মোট ৩০ জন ৪৯৬ নম্বর পেয়ে চতুর্থ স্থান অধিকার করেছে। কলকাতার টাকি হাউস গভমেন্ট স্পনসর্ড মাল্টিপারপাস স্কুল ফর বয়স শঙ্খদীপ ভট্টাচার্য্য, উত্তর চব্বিশ পরগনার রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল সোয়াউজ্স হালদার, আবির সিকদার, অভ্রদীপ কুন্ডু, সমাপন কর, অভিনন্দন মন্ডল, সৃঞ্জয় চৌধুরী, পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইনস্টিটিউশন দেবাঞ্জন জানা। পূর্ব মেদিনীপুরের দেউলী আদর্শ বিদ্যাপীঠ সুস্মিতা জালুয়া, পূর্ব মেদিনীপুরের রাজকুমারী সান্তা ময়ী গার্লস স্কুলের শর্মিন আক্তার খান, পূর্ব মেদিনীপুরের দক্ষিণ ময়না হাই স্কুল অনুপম পাঁজা, পূর্ব মেদিনীপুরের বকুল বালাজি চন্দ্র বিদ্যাপীঠ অভিনব পাহাড়ি, হাওড়া হাওড়া জেলা স্কুলের অরণী বন্দোপাধ্যায়। উত্তর দিনাজপুর সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যা চক্র শুভাশিস দাস, কোচবিহার জেনকিনস স্কুল কৃষ্টি ধর পন্ডিত । মালদা এসি ইনস্টিটিউশন নবারুণ সরকার, নদীয়া কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল সোহম পাল। বাঁকুড়া গড় রায়পুর হাই স্কুল সুমন দে, বাঁকুড়া সিমলাপাল মদনমোহন হাইস্কুলের জয়দীপ মান্না, বাঁকুড়া খাত্রা হাইস্কুলের বর্ণালী চক্রবর্তী, বীরভূম রামপুরহাট গার্লস স্কুলের মঞ্জিমা মন্ডল। হুগলি আরামবাগ হাই স্কুলের শিবাম ফারিকল, হুগলি কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দির মন্ডল সহেলী মন্ডল। হুগলি উত্তরপাড়া গভমেন্ট হাই স্কুল সপ্তর্ষি হালদার, হুগলি শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির অরিন হালদার, হুগলি পাঠভবন ডানকুনি অঙ্কুর মন্ডল, হুগলি মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় সম্পৃত চক্রবর্তী, এস কে আয়ান হামিম। দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হাই স্কুল সৌরভ পাল অভিক ভৌমিক।
পঞ্চম– মোট ২৭ জন ৪৯৫ নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে। কলকাতা হেয়ার স্কুল অরুণ সৌম্য বসু, দক্ষিণ .২৪পরগনার বারুইপুর হাই স্কুল পার্থিব দত্ত। দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় অর্চিষ্মান সাহা। উত্তর ২৪ পরগনা বেরি গোপালপুর আদর্শ বিদ্যালয় সুপর্ণা খাতুন। পূর্ব মেদিনীপুর কন্টাই হিন্দু গার্লস স্কুল সুচরিতা চরণ, পূর্ব মেদিনীপুর কন্টাই মডেল ইনস্টিটিউশন উদয় শংকর রথ, পূর্ব মেদিনীপুর কন্টাই ক্ষেত্রমোহন বিদ্যাভবন শাশ্বত জানা, পূর্ব মেদিনীপুর কিশোরনগর শচীন্দ্র শিক্ষা সদন সায়ন কুমার মাইতি । জলপাইগুড়ি জলপাইগুড়ি জেলা স্কুল মৃন্ময় মন্ডল । মালদা এ সি ইনস্টিটিউশন নারায়ন সরকার মালদা পোড়া পোখরা ঈশ্বর্লাল হাই স্কুল পরান গোবিন্দ মন্ডল নদীয়া স্প্রিং ডে হাই স্কুল পৌষালী সরকার নদীয়া কালীনারায়ণপুর আদর্শ বিদ্যালয়ের প্রিয়া গায়েন । পুরুলিয়া ঘোড়া হাই স্কুল সায়ন কর। বাঁকুড়া জেলা স্কুল সপ্তর্ষি পাল, বাঁকুড়া গার্লস হাই স্কুল মধুমিতা বেরা বাঁকুড়া হাড়মাসড়া হাই স্কুল সায়ন সৎপতি, বাঁকুড়া সিমলাপাল মদন মোহন হাই স্কুল অনুভব পান্ডা, বাঁকুড়া বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় লোপামুদ্রা পাত্র, পারমিতা পাত্র, সৌরভ সিনহা। বাঁকুড়া কৃষ্ণপুর গোহাল ডাঙ্গা এসএস হাইস্কুল সাথী শহীদ। হুগলি গুরাপ আর কে ইনস্টিটিউশন অনিরুদ্ধ বন্দোপাধ্যায়। হুগলি জনাই ট্রেনিং হাই স্কুল নীরঞ্জনা ঘোষ। হুগলি উত্তরপাড়া গভর্মেন্ট হাই স্কুল প্রিয়তোষ জানা। হুগলি মাহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় অঙ্কিত দাস। আলিপুরদুয়ার এম সি উইলিয়াম হাই হায়ার সেকেন্ডারি স্কুল অধিরাজ কার্জি।
ষষ্ঠ- মোট ৪৫জন ৪৯৪ নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে। কলকাতা আদর্শ অ্যাসোসিয়েশন হাই স্কুল রিক্তা তিওয়ারি কলকাতা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুল অঙ্কন পাল, কলকাতা হলি চাইল্ড ইনস্টিটিউট গার্লস হাই সেকেন্ডারি স্কুলের সোমদত্তা মজুমদার, কলকাতা নব নালন্দা হাই স্কুল প্রিয়দীপ বাসু সৌষ্ঠব ভক্ত। দক্ষিণ ২৪ পরগনার বুরুল হাই স্কুল ইয়াসমিন না খাতুন দক্ষিণ ২৪ পরগনা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয় সোমেশ্বর মুখার্জি স্বস্টিক দাস দক্ষিণ ২৪পরগনা শ্রী রামকৃষ্ণ মিশন শিক্ষা মন্দির সুমন পাল। উত্তর ২৪পরগনা হাবরা কামিনী কুমার গার্লস হাই স্কুল সহিনি দে। পূর্ব বর্ধমান টাউন স্কুল নীলাঞ্জন অধিকারী, পূর্ব বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুল ফারহানা ইয়াসমিন, পূর্ব মেদিনীপুর হরিয়া শিবপ্রসাদ ইনস্টিটিউশন দেবজ্যোতি পাত্র, পূর্ব মেদিনীপুর মঙ্গল আমরাও মঙ্গলা একাডেমি সায়ন মাইতি। পূর্ব মেদিনীপুর বাজকুল বলাই চন্দ্র বিদ্যাপীঠ অনুভব সামন্ত জলপাইগুড়ি বাই রাখাটা হাই স্কুল অরুনিমা সরকার । জলপাইগুড়ি জলপাইগুড়ি গভমেন্ট গার্লস স্কুল সমৃদ্ধি গুহ উত্তর দিনাজপুর ইসলামপুর গার্লস হাই স্কুল রুপালি বিশ্বাস উত্তর দিনাজপুর সুদর্শনপুর দ্বারিকা প্রসাদ উচ্চ বিদ্যালয়। উত্তর দিনাজপুর বারুনা প্রিয়া বিদ্যাপীঠ হাই স্কুল গৌতম পাহান মালদা গার্লস স্কুল স্নেহা সাঁথিয়ার। নদীয়া স্পিন্ডেল হাই স্কুল শঙ্খনীল চট্টোপাধ্যা। পুরুলিয়া চিত্তরঞ্জন হাই স্কুল বরিশাল বরিষ সরখেল বাঁকুড়া বাঁকুড়া জেলা স্কুল অনন্ত মুখোপাধ্যায় অনমিত্র। বাঁকুড়া কোটালপুর হাই স্কুল সোহম চ্যাটার্জী বাঁকুড়া পত্রসায়ের বামিরা গুরুদাস ইনস্টিটিউশন বৃষ্টি পাঠক বাঁকুড়া সাহস পুর ধীরেন্দ্রনাথ সিংহ ইন্সটিটিউশন প্রিয়া সং বাঁকুড়া রাহুল ঘোষ বিশ্বজিৎ নাথ বাঁকুড়া মটগোদা হাই স্কুল স্বাগতা মন্ডল বীরভূম রামপুরহাট জিতেন্দ্র লাল বিদ্যাভবন কৃষ্ণ চরন মৌলিক। বীরভূম সাঁইথিয়া টাউন হাই স্কুল অঙ্কুশ ব্যানার্জি বীরভূম মারগ্রাম হাই স্কুল প্রকাশ মন্ডল মুর্শিদাবাদ জটকামাল হাই স্কুল স্বাগতা দাস। হুগলি আরামবাগ হাই স্কুল স্নেহাশীষ কর্মকার, হুগলি কলেজিয়েট স্কুল অনুভব দাশগুপ্ত, হুগলি কৃষ্ণ ভবানী নারী শিক্ষা মন্দির সঞ্চিতা পাত্র হুগলি সুরেন্দ্রনাথ বিদ্যানিকেতন আকাশ মুখার্জি হুগলি মহেশ শ্রী রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় ঐশিক মুখোপাধ্যায় । পশ্চিম মেদিনীপুর নিমপুরা আরো বিদ্যালয় আর্য বিদ্যালয় অনন্যা ভৌমিক পশ্চিম মেদিনীপুর রামকৃষ্ণ মিশন বিদ্যাভবন সৌগত মাঝি দার্জিলিং পশ্চিম শ্রী নরসিংহ বিদ্যালয় বিদ্যাপীঠ সায়ন্তিকার। আলিপুরদুয়ার কামাখ্যাগুড়ি হাই স্কুল নন্দী ময়ূখ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584