নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফের করোনা ভ্রুকূটি চিনে। সোমবার সর্বোচ্চ কোভিড-কেস রেকর্ড হল শি জিনপিংয়ের দেশে। চিনের জাতীয় স্বাস্থ্য সুরক্ষা মন্ত্রকের তরফে জানান হয়েছে, বেজিং নিকটস্থ হেবেই প্রদেশেও ফের শুরু হয়েছে কোভিড ঝড়। এদিকে চিনের আরেক প্রদেশ হেইলংঝিয়াং-এ সোমবার থেকে লকডাউন শুরু হয়েছে।
১০ জানুয়ারির মধ্যে হেবেই প্রদেশে ৮৫টি নমুনার মধ্যে ৮২টি নমুনাতেই করোনার নতুন স্ট্রেন পাওয়া গিয়েছে। ন্যাশনাল হেলথ কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, এই সব প্রদেশের পাশাপাশি বেজিং-এও পাওয়া গিয়েছে এই করোনার স্ট্রেন। চিনে বিদেশ থেকেও ১৮টি নতুন করোনা কেস এসেছে। ২০২০ সালের গোড়াতেই চিনে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল।
আরও পড়ুনঃ ট্রায়ালের নয় দিনের মাথায় মৃত্যু স্বেচ্ছা সেবকের! কোভ্যাক্সিনের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে উঠছে প্রশ্ন
এরপর সেভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়নি। তবে সোমবার যে রিপোর্ট প্রকাশ্যে এসেছে তা নিয়ে চিন্তা বাড়ছে আবার। তবে চিনে কমছে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা। ৮ জানুয়ারি চিনে উপসর্গহীন আক্রান্তের সংখ্যা ছিল ৩৮। পরেরদিনই তা কমে হয় ২৭।
আরও পড়ুনঃ একা গাড়ি চালালে মাস্ক বাধ্যতামূলক নয়, দিল্লি হাইকোর্টে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক
চিনা স্বাস্থ্যমন্ত্রকের হিসাবে, এখনও পর্যন্ত চিনের মূল-ভূখণ্ডে করোনা আক্রান্ত নাগরিকের সংখ্যা ৮৭ হাজার ৪৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। এবার সারা দেশে যাতে ফের নতুন করে সংক্রমণ না ছড়ায় তার জন্য একাধিক প্রদেশে লকডাউন শুরুর চিন্তা করছে শি জিনপিং সরকার।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584