নিউজডেস্কঃ এযাবত কালের রিপোর্টে সবচেয়ে বড় পতন টাকার দামে। ডলার প্রতি ৬৯ টাকা কমল টাকার দাম। বৃহস্পতিবার শেয়ার মার্কেট খোলার আগে থেকেই মিলছিল পূর্বাভাস। বাড়ছিল উত্তেজনা আশঙ্কা। এদিন শেয়ার মার্কেট খুলতেই পড়তে শুরু করে টাকার দাম। রিপোর্ট অনুযায়ী এর আগে কখনও এত কমেনি টাকার দাম। বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার কারণেই এই পতন বলে মনে করছেন অর্থনীতিবিদরা । বিগত
গত ১৯ মাসে ধরেই কমছিল টাকার দাম।বাড়ছিল আশঙ্কাও সমান গতিতে, কিন্তু এতটা কমে যাবে তা ভাবতে পারেননি ব্যবসায়ীরা।
হঠাৎ করে টাকার দাম পড়ে যাওয়ায় শেয়ার বাজারে মন্দা দেখা দিয়েছে।
একদিকে ঋণ খেলাপির জেরে সংকটে রয়েছে দেশের একাধিক রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। নিরব মোদি, বিজয় মালিয়াদের টাকা এখনও হদিশ মেলেনি। তারপর দেশি বিদেশি বহুজাতিক কোম্পানি দেওয়া হয়েছে লাভের উদ্দেশ্যে বাজার দখলের ছাড়পত্র, যা সম্পূর্ণ সরকারী নিয়ন্ত্রণের বাইরেই রয়ে গেছে প্রায়। তার উপর টাকার দামের পতনে সংকট দেয়া দিয়েছে নতুন করে। টাকার এই রেকর্ড দাম পতনে দেশের অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এমনকী আমদানি–রপ্তানি বাণিজ্যেও বড় ক্ষতির মুখে পড়বে দেশ। অন্যদিকে নরেন্দ্র মোদির ভোটের জেতার আগে রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল ডলারের সমতুল করে তুলবেন ভারতীয় টাকার মূল্যমান, অথচ এই রিপোর্ট তার উল্টো অবস্থানই দেখাতে, এর ফলে দীর্ঘ রাজনৈতিক চাপানউতোর শুরু হবে বলেই ধারণা রাজনৈতিক মহলের।
ফিচার ছবি সংগৃহীত
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584