সর্বোচ্চ উপার্জনকারী ইউটিউবার হিসাবে নজির গড়ল বছর আটের শিশু

0
63

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

ইউটিউবারদের মধ্যে গত বছরের আয়ের তালিকার নিরীখে সর্বোচ্চ স্থানে রয়েছে বছর আটের এক খুদে ইউটিউবার। গত বছর তার সর্বাধিক আয় ছিল ২৬ মিলিয়ন ডলার।

highest paid youtuber | newsfront.co
রায়ান কাজী (গওন)। সংবাদ চিত্র

একটি বিদেশি গণমাধ্যম থেকে জানা যায়, রায়ান কাজী (আসল নাম গওন) নামের এই খুদে, মাত্র তিন বছর বয়স থেকেই ইউটিউবে তার এই ‘ টয় রিভিউ ‘ সাম্রাজ্য গড়ে তোলে একের পর এক খেলনাসামগ্রী আনবক্স করার ভিডিও বানিয়ে। আট বছর বয়সে এখন সে খেলনার জগতে এবং সুপারমার্কেট চত্বরে এক অতি পরিচিত মুখ।

ভিডিও সৌজন্যঃ রায়ান্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল

চার বছর আগের প্রথম ভিডিওটিতে দেখা যায়, খেলার বিছানায় ঘুমন্ত রায়ানকে তার বাবা-মা জাগিয়ে খেলনা ভর্তি একটি বিরাট আকৃতির ডিম উপহার দেন। ছোট্ট রায়ানের বুলি তখনও পুরোপুরি স্পষ্ট হয়নি। আধোআধো গলায় প্রতিটি ভিডিওর শুরুতে সে বলে “ওয়েলকাম টু রায়ান টয় রিভিউ”।

ঘরের বিছানা থেকে শুরু করে তার প্রতিটি খেলনা সামগ্রীই জনপ্রিয় পিক্সার মুভি ‘কারস্’ এর থিমে সাজানো। তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘রায়ান’স ওয়ার্ল্ড’ এর সাবস্ক্রাইবার সংখ্যা ২৩ মিলিয়ন।

আরও পড়ুনঃ মিউজিক লঞ্চ অনুষ্ঠানে জমজমাট ‘মুখোশ’

প্রতিটি ভিডিওতে রায়ান হাজির হয় তার বাবা, মা এবং দুই যমজ বোনের সাথে। কোনও ভিডিওতে তাকে দেখা যায় যমজ বোনের জুতো থেকে ব্যাকটিরিয়া সংগ্রহ করে টেস্টটিউবে সেই প্রকার ব্যাকটিরিয়ার বৃদ্ধি ঘটাতে, কোথাও আবার দেখা যায় পুলের চারিদিকে খেলনা বন্দুক নিয়ে ছুটে ছুটে সুনামির কারণ ব্যাখ্যা করতে। কখনও আবার তাকে দুই বোন এবং মায়ের সাথে লুকোচুরি খেলতে খেলতে গান গাইতেও দেখা যায়।

জানা গেছে, নিকেলোডিয়নে গওনের নিজস্ব শো আছে। ফোর্বস- এর অনুমান, গত বছর গওনের সাথে সাথে আরও ১০ জন ইউটিউবার সর্বোচ্চ মোট ১২২ মিলিয়ন ডলার উপার্জন করেছেন।

আরও পড়ুনঃ আসছে ‘আবার অপু ও দুর্গা’

আনাসটাসিয়া রাডজিনসকায়া নামে পাঁচ বছর বয়সী আরেক খুদে রাশিয়ান ইউটিউবারের সাবস্ক্রাইবার সংখ্যা ১০৩ মিলয়নের উর্দ্ধে। বিজনেস ইনসাইডার- এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে তার চ্যানেল ‘লাইক নাস্ত্য ভ্লগ’ এর সাবস্ক্রাইবার সংখ্যার ভিত্তিতে ইউটিউব চ্যানেলগুলির মধ্যে ওই চ্যানেলটি চতুর্থ স্থান অধিকার করেছিল।

রাডজিনস্কায়া, নিজের পরিবারের সাথে সমুদ্র সৈকত, চিড়িয়াখানার মতো জায়গায় সময় কাটানো এবং খেলনা নিয়ে খেলার নানারকম ভিডিও পোস্ট করে তার চ্যানেলে। ফোর্বসের মতে, গত বছর তার আয় ছিল ১৮ মিলিয়ন ডলার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here