ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
করোনা পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ডিরেক্টর জেনারেল টেড্রোস ঘেব্রিয়েসুস যে মন্তব্য করেছিলেন তা মিলে যাচ্ছে।দেশে করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে- আবার ২৪ ঘন্টায় আক্রান্তের নতুন রেকর্ড।
Highest single day spike of 38,902 cases and 543 deaths reported in India in the last 24 hours.
Total #COVID19 positive cases stand at 10,77,618 including 3,73,379 active cases, 6,77,423 cured/discharged/migrated and 26,816 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/u8im5qLQcI
— ANI (@ANI) July 19, 2020
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের রবিবার সকালের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৩৮৯০২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৪৩ জনের। একইসঙ্গে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১০৭৭৬১১ এ।
এরমধ্যে অ্যাক্টিভ কেস রয়েছে ৩৭৩৩৭৯ জনের, অপরপক্ষে মোট আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে ফেরার সংখ্যা ৬৭৭৪২৩, একইসঙ্গে দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৮১৬ এ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584