ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
লকডাউন ধীরে ধীরে তুলে দেওয়ার ঘোষণা দিলেও করোনা ভাইরাস কোনভাবেই বাগ মানতে চাইছে না। আবার একটি নতুন দিন, আবার একটি নতুন রেকর্ড।
Highest spike of 8,380 new #COVID19 cases in the last 24 hours in India, 193 deaths reported. Total number of cases in the country now at 1,82,143 including 89995 active cases, 86984 cured/discharged/migrated and 5164 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/CfNY1DVBtC
— ANI (@ANI) May 31, 2020
পুরনো সব রেকর্ড ভেঙে দিয়ে গত ২৪ ঘন্টায় দেশে নতুনভাবে আক্রান্ত হয়েছেন ৮৩৮০জন। মৃত্যু হয়েছে ১৯৩ জনের।
মিনিস্ট্রি অফ হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের রবিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী দেশে কভিড১৯ এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮২১৪৩এ এবং মোট মৃত্যু ৫১৬৪।
তবে আশার আলো বলতে সুস্থ হয়ে ফেরার সংখ্যাটা খুব দ্রুত হারে বাড়ছে। মোট আক্রান্তের মধ্যে যেখানে অ্যাক্টিভ কেস ৮৯৯৯৫ জন, সেখানে সুস্থ হয়ে ফেরার সংখ্যাটাও প্রায় সমান-৮৬৯৮৪। অর্থাৎ রোগ মুক্তির রেট প্রায় শতকরা ৫০ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584