ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
ফের একদিনে রেকর্ড আক্রান্তে দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৬লক্ষের গণ্ডি ছাড়িয়ে গেল।
India's COVID tally crosses 16 lakh mark with the highest single-day spike of 55,079 positive cases & 779 deaths in the last 24 hours.
Total cases stand at 16,38,871 including 5,45,318 active cases, 10,57,806 cured/discharged & 35,747 deaths: Health Ministry pic.twitter.com/qh3paziC0C
— ANI (@ANI) July 31, 2020
কেন্দ্র স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবার সকালের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোন আক্রান্তের সংখ্যা ৫৫০৭৯ জন, সঙ্গে মৃত্যু হয়েছে ৭৭৯ জনের।
The total number of #COVID19 samples tested up to 30th July is 1,88,32,970 including 6,42,588 samples tested yesterday: Indian Council of Medical Research (ICMR) pic.twitter.com/mqxmSzblV0
— ANI (@ANI) July 31, 2020
এই মুহূর্তে দেশে মোট করোনারোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৩৮ হাজার ৮৭০। এর মধ্যে সক্রিয় রোগী রয়েছেন জন ৫ লক্ষ ৪৫ হাজার ৩১৮। সুস্থ হয়ে উঠেছেন ১০ লক্ষ ৫৭ হাজার ৮০৫ জন। অন্য দিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫,৭৪৭।
তবে সুস্থতার হার যেমন বেড়েছে, তেমনি মৃত্যুহারও কমেছে। বর্তমানে দেশে সুস্থতার হার শতকরা ৬৪.৫৪ শতাংশ ও মৃত্যুহার ২.১৮ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584