নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
২০১২ সালের অক্টোবর মাসের পর আবার চলতি বছরে অস্বাভাবিক বৃদ্ধি পাইকারি মূল্য সূচকে।দেশের পাইকারি মূল্য সূচক ( WPI) সর্বোচ্চ বিগত ৮ বছরে। চলতি বছর মার্চ মাসের পাইকারি মূল্যসূচক ৭.৩৯%। গত বছর মার্চে তা ছিল ০.৪২ শতাংশ।
এই পরিসংখ্যান উল্লেখ করে একটি রিপোর্ট প্রকাশ করেছে কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। ওই রিপোর্টে প্রকাশ,ফেব্রুয়ারিতে পাইকারি মূল্য সূচক ছিল ৪.১৭% এবং জানুয়ারিতে ছিল ২.৫১ শতাংশ। জানুয়ারি ২০২০ তে পাইকারি মূল্য সূচক ছিল ২.০৩%। এই অস্বাভাবিক মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে পাইকারি বাজারে, ফলত শাক সবজি সহ অন্যান্য দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম হবে আকাশ ছোঁয়া, সমস্যায় পড়বেন দেশের সাধারণ নিম্ন ও মধ্যবিত্ত মানুষ।
আরও পড়ুনঃ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,১৭,৩৫৩, মৃত্যু বেড়ে ১১৮৫
এমনই আশঙ্কা অর্থনীতিবিদদের।২০১২ সালের অক্টোবর মাসে এমনই অস্বাভাবিক হারে বেড়ে পাইকারি মুদ্রাসূচক ছুঁয়েছিল ৭.৪ শতাংশ।বিশেষজ্ঞদের মতে ,অপরিশোধিত তেল, পেট্রোপণ্য এবং ধাতব পদার্থের দাম বিপুল বেড়েছে মার্চ মাসে তারই প্রভাব পড়েছে পাইকারি মূল্য সূচকে। এছাড়াও দেশব্যাপী লকডাউনের কারণে বেড়েছে মুদ্রাস্ফীতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584