নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
লোকসভা নির্বাচনের পর রাজ্যের অন্যান্য জেলাতে গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে আসেননি। এবার মুখ্যমন্ত্রী দুই দিনের সফরে আলিপুরদুয়ারে আসছেন । খুশিতে উজ্জীবিত তৃণমূল নেতা কর্মীরা ।
মুখ্যমন্ত্রী এই সফরে এসে আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে কর্মী সভা ও ফালাকাটায় গন বিবাহের অনুষ্ঠানে যোগ দেবেন। আপ্লুত তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। বৃহস্পতিবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর কর্মী সভার মঞ্চ তৈরির কাজ শুরু হয়।
আর মঞ্চ তৈরির কাজের প্রথম দিনেই রীতিমতো পুরোহিত দিয়ে খুঁটি পুজো করল তৃণমূল। খুঁটি পুজোতে উপস্থিত ছিলেন, তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ পড়ুয়াদের ট্যাব কেনার অতিরিক্ত টাকা ফেরত ঘিরে বিতর্ক কেশপুরে
আলিপুরদুয়ার জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সঞ্জিত ধর বলেন, “বেশ কিছুদিন পর মুখ্যমন্ত্রী আলিপুরদুয়ারে আসছেন। আমরা খুশি। শুভ কাজের শুরু হল। তাই আমরা এদিন খুঁটি পুজো করে মুখ্যমন্ত্রীর সভার মঞ্চ তৈরির কাজ শুরু করলাম।”
বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে আলিপুরদুয়ার জেলা বিজেপি। বিজেপির আলিপুরদুয়ার জেলার সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক নেত্রী থেকে নিশ্চয়ই ভগবানের পর্যায়ে উঠে গেছেন। সেই কারণে এই খুঁটি পুজো। কারণ আমরা জানতাম পুজোর প্যান্ডেলের আগে সাধারণত খুঁটি পুজো করা হয়। রাজনৈতিক অনুষ্ঠানের মঞ্চ তৈরির আগে খুঁটি পুজো এই প্রথম শুনলাম।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584