নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
গতকাল অর্থাৎ সোমবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পরের দিন অর্থাৎ মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার হেঁড়িয়ায় বিজেপির তরফ থেকে এক জনসভার আয়োজন করা হয় ৷
যেখানে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এমনটাই জানা গিয়েছে জেলা বিজেপির সূত্রে ৷ ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়েগেছে ৷ বিজেপির দলীয় পতাকা দিয়ে সাজিয়ে ফেলা হয়েছে গোটা এলাকা, অন্যদিকে হেঁড়িয়ায় সভা ময়দান থেকে রোড সেজে উঠেছে দলীয় পতাকা দিয়ে ৷
নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভা করতে চলেছে বিজেপি নেতৃত্ব ৷ তবে এই জনসভা থেকে শুভেন্দু অধিকারী ও বাবুল সুপ্রিয় বিজেপি কর্মী সমর্থক দের কি অক্সিজেন দেয় সেটাই দেখার বিষয় ৷
আরও পড়ুনঃ নন্দীগ্রামে হাফ লাখ ভোটে মুখ্যমন্ত্রীকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবোঃ শুভেন্দু
পাশাপাশি এই পাল্টা সভাকে ঘিরে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ইতিমধ্যেই মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী ৷ তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা সভাকে ঘিরে তাকিয়ে রয়েছে রাজ্য-রাজনীতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584