নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
উত্তরবঙ্গ হিজরা উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে ফালাকাটার গোপনগর এলাকার প্রায় ১৬০ জন দুঃস্থ মহিলাদের নতুন বস্ত্র উপহার দিয়ে তাদের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা হয় রবিবার।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফালাকাটা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা ভট্টাচার্য্য, ফালাকাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক নান্টু তালুকদার, সমাজসেবী আবদুল মান্নান, নেপাল গোপ, ভোলা দাশগুপ্ত, সুতপা ভদ্র, সুনীল রায় প্রমুখ।
উপস্থিত অতিথিরা বলেন, এনাদের অনেকেই একটু আলাদা চোখে দেখে। এরা আমাদের সমাজেরই অঙ্গ। সমাজের বিভিন্ন সামাজিক কাজ কর্মে এরাই আজ অগ্রণী ভূমিকা পালন করছে। এই করোনা মহামারিতে এগিয়ে এসেছে।
আরও পড়ুনঃ ডোমকলে ফের প্রকাশ্যে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল
সব সময় খবর পেলেই দুঃস্থদের সাহায্যে এগিয়ে আসে।উত্তরবঙ্গ হিজরা উন্নয়ন সংগঠনের পক্ষ থেকে চাঁদনী বিশ্বাস বলেন, “আমরা আমাদের সমাজের রীতি নীতি মেনে আমাদের কূল দেবীর পুজো করে থাকি কালী পুজোর দিন। সেই উপলক্ষে এলাকার দুঃস্থ মায়েদের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র আয়োজন। সকলের কাছে আমাদের অনুরোধ আমাদের আলাদা চোখে নয়, আপনাদের সন্তান রূপেই দেখুন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584