শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
বর্ষার ব্যাটিং প্রায় মাঝপথে পেরিয়ে গেলেও এখনও বাঙালির পাতে সেভাবে দেখা মেলেনি ইলিশের। কম জোগানের সঙ্গে লকডাউনের বিভিন্ন সমস্যার জেরে কিছুতেই রুপোলি শস্য সেভাবে মেলেনি। এমনকি এতদিনে ১৯ আগস্ট সবে বাংলাদেশের পদ্মার ইলিশ মিলেছে বাজারে। ১৮০০-২২০০ টাকায় মিলছে ইলিশ।
তাই মাছের রাজাকে ঘরে তুলতে না পেরে মন খারাপ অনেক বাঙালিরই। তাই আমজনতার কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ সরকার। ‘সুফল বাংলা’র স্টলে সবজি, ফলের সঙ্গে এবার সাধ্যের মধ্যে পাওয়া যাবে ইলিশ মাছও। তবে ঠিক কত দাম থাকবে তা এখনও নির্দিষ্ট করে বলা হয়নি। তবে বাজারের থেকে কম দাম থাকবে এ ব্যাপারে আশ্বাস দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ২ লক্ষ ৬০ হাজার পাউন্ডে নিলাম হল গান্ধিজি ব্যবহৃত চশমা
সারা রাজ্যে ৩০০–রও বেশি স্টল রয়েছে সুফল বাংলার। তার মধ্যে কলকাতায় ১২ টির মত স্টল রয়েছে। এক আধিকারিকের কথায়, জোগান কম আসায় সারা রাজ্যে হয়তো ইলিশের দাম নিয়ন্ত্রণ এখনই সম্ভব হচ্ছে না। তবে কিছু জায়গায় যেতে মানুষ কম দামে ইলিশ কিনতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584