“করোনা চলে গিয়েছে, মাস্ক পরার দরকার নেই” বিতর্কিত মন্তব্য অসমের স্বাস্থ্যমন্ত্রীর

0
62

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনার দ্বিতীয় ঢেউ দেশে নতুন করে চিন্তা বাড়িয়েছে । এক লক্ষের কাছে পৌঁছেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে শনিবার বিতর্কিত মন্তব্য করে বসলেন খোদ অসমের স্বাস্থ্যমন্ত্রী তথা বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা। অসমে করোনা নেই। তাই মাস্ক পরারও প্রয়োজন নেই। বিরোধীরা তাঁর এহেন মন্তব্যের সমালোচনায় সরব । যদিও তাতেও নিজের বক্তব্য থেকে একটুও সরেননি হিমন্ত। বরং টুইট করে নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন তিনি।

Himant B Sarma | newsfront.co
ছবি: টুইটার

শনিবারই হিমন্ত বিশ্বশর্মার মুখ থেকে ওই বিতর্কিত মন্তব্যটি শোনা গিয়েছিল। একটি সর্বভারতীয় অনলাইন মিডিয়াকে সাক্ষাৎকার দিতে গিয়ে হিমন্ত বলেন, “অসমে করোনা নেই। তাই কারওর মাস্ক পরার প্রয়োজন নেই। প্রয়োজন হলে আমিই সাধারণ মানুষকে বলব।” এদিকে, এই ভিডিওটি সামনে আসার দিনই দেশজুড়ে প্রত্যহ করোনা আক্রান্তের সংখ্যা ফের ৯০ হাজার পার করে ফেলে।

আরও পড়ুনঃ লাগামছাড়া করোনা সংক্রমণ, মহারাষ্ট্রে নাইট কার্ফু ও সপ্তাহান্তে লকডাউনের ঘোষণা

এরপরই বিরোধীরা সমালোচনায় মুখর হন। ইন্টারনেটেও ভাইরাল হয়ে যায় বিজেপি মন্ত্রীর বক্তব্য। তীব্র কটাক্ষের মুখে পড়েন অসমের স্বাস্থ্যমন্ত্রী। অনেকে আবার মজাও করেন তাঁকে নিয়ে। টুইট করে কটাক্ষ করেন শিবসেনার মুখপাত্র প্রিয়াঙ্কা চতুর্বেদীও।

আরও পড়ুনঃ দলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ, নির্বাচন থেকে সরে দাঁড়ালেন প্রথম রূপান্তরকামী প্রার্থী

তবে এত সমালোচনা-কটাক্ষের মুখেও নিজের বক্তব্যে স্থির হিমন্ত। বরং রবিবার টুইটে লেখেন, “মাস্ক নিয়ে আমার করা মন্তব্যে যাঁরা মজা করছে, তাঁদের উচিত একবার অসমে আসা। তাহলেই দেখতে পাবেন মহারাষ্ট্র, দিল্লি, কেরলের তুলনায় আমরা কতটা ভালভাবে করোনাকে রুখতে সক্ষম হয়েছি। পাশাপাশি আমাদের অর্থনীতিও আগের তুলনায় ভাল জায়গায় পৌঁছেছে। এই বছর আমরা বিহু উৎসবও দুর্দান্তভাবে আয়োজন করব।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here