মমতাকে রেড কার্পেটে অসমে স্বাগত জানাচ্ছেন হিমন্ত বিশ্বশর্মা, লাভ নাকি বিজেপির!

0
67

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন, তাই জাতীয় রাজনীতিতে দলকে তাৎপর্যপূর্ণ করে তোলাই এখন মূল লক্ষ্য তৃণমূলের। সেই লক্ষ্যেই ত্রিপুরা, অসম ও উত্তর প্রদেশে সংগঠনের ভিত করার নিরলস চেষ্টা চালাচ্ছে তারা। সম্প্রতি অসম থেকে সুস্মিতা দেব যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে অসমেও গতি বৃদ্ধি অনেকটা সহজ হয়েছে ঘাস্ফুলের।

Mamamta Banerjee Himant Biswa Sharma
মমতা বন্দ্যোপাধ্যায়-হিমন্ত বিশ্বশর্মা

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই বিষয়ে কি ভাবছেন প্রশ্ন করা হলে তিনি বলেন মমতা অসমে গেলে নাকি তাঁদেরই সাহায্য হবে তাই তিনি রেড কার্পেটে স্বাগত জানাবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর দাবি, মমতা যত বেশী অসমে বা ত্রিপুরায় যাবেন ততই ভোট কমবে কংরেস- ইডিএফ জোটের, তার জেরে বিজেপির-ই সুবিধা। পরক্ষণেই অবশ্য প্রশ্ন তোলেন, মমতা বাংলার মুখ্যমন্ত্রী সেখানেই থাকুন, অসম বা ত্রিপুরায় ওনার কি কাজ!

অন্যদিকে, হিমন্ত বিশ্বশর্মার এই মন্তব্যের পর তাঁকে ‘দলবদলু’ আখ্যা দিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায়ের মন্তব্য, হিমন্ত বিশ্বশর্মার কথাকে আদৌ গুরুত্ব দিতে চান না তিনি। সৌগতবাবুর কথায় সর্বানন্দ সোনেওয়াল ভাল মানুষ ছিলেন। তাঁকে সরিয়ে হিমন্ত বিশ্বশর্মা মুখ্যমন্ত্রী হয়েছেন।

আরও পড়ুনঃ আগামী ৩ বছরের চুক্তিতে দিল্লির সংস্থা থেকে বিমান ভাড়া নিল রাজ্য সরকার

সৌগত রায় আরও বলেন যে, তরুণ গগৈ মুখ্যমন্ত্রী হওয়ায় দল ছাড়েন হিমন্ত। অসমের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে সৌগত রায় উল্লেখ করেন অসম-মিজোরাম সীমান্তে সংঘর্ষে পুলিশকর্মীদের মৃত্যুর কথা, ডিমাসা বিদ্রোহে ট্রাক চালকদের মৃত্যুর কথা। সৌগত রায় বলেন, “উনি অসমের মুখ্যমন্ত্রী সেই নিয়েই থাকুন, বাংলা নিয়ে ওনার কথা বলার দরকার নেই।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here