ওয়েবডেস্কঃ
নয়া শিক্ষা নীতি অনুযায়ী অষ্টম শ্রেণী পর্যন্ত দেশের সমস্ত স্কুলে হিন্দি ভাষাকে বাধ্যতামূলকভাবে সিলেবাসের আওতায় আনতে চলেছে কেন্দ্র সরকার ।
ইতিমধ্যে নয় জন সদস্যের ” কে কস্তুরিরঙ্গন কমিটি ” এবিষয়ে একটি খসড়া রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নোয়ন মন্ত্রকের কাছে । সূত্রের খবর ” নতুন শিক্ষা নীতির ” ওই রিপোর্টে আরও বলা হয়েছে সারা দেশব্যাপী ” বিজ্ঞান এবং গণিতের ” একটি কেন্দ্রীভূত সিলেবাস তৈরি হবে । সেই সাথে দক্ষতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থার বিকাশ সাধনের জন্যও এই ” নয়া শিক্ষা নীতি ” রুপায়ন করা হয়েছে বলে জানা যায়।
কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এখনও দেশের বিভিন্ন রাজ্যের স্বীকৃত সিলেবাসে হিন্দি ভাষা বাধ্যতামূলক নয় । তাই হিন্দি ভাষা কে দেশব্যাপী স্বীকৃত করার পাশাপাশি ” নয়া শিক্ষা নীতির ” খসড়া তে ” ভারত কেন্দ্রিক ” ও ” বিজ্ঞান ভিত্তিক ” উপায়ে স্কুল গুলিতে শিক্ষা পদ্ধতি চালু করার লক্ষ্যের কথাও জানা যায় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584