ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
‘হিন্দু জিহাদ’ এর বিরুদ্ধে এবার আসতে চলেছে আইন, জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হিন্দু জিহাদ বলতে কি বোঝানো হচ্ছে তা ব্যাখ্যাও করেছেন তিনি।
শনিবার সাংবাদিক বৈঠকে বিশ্বশর্মা বলেন, হিন্দু মহিলাদের সঙ্গে যদি হিন্দু পুরুষ কোন ধরণের মিথ্যাচার করেন তাও ‘জিহাদ’। এর বিরুদ্ধে দ্রুত আইন প্রণয়নের ভাবনাও রয়েছে তাঁর, এমনটাই জানালেন অসমের মুখ্যমন্ত্রী। তবে অসমের মুখ্যমন্ত্রীর ‘হিন্দু জিহাদ’ মন্তব্যে নেটনাগরিকেরা কেউ প্রবল বিরক্ত আবার কেউ কেউ বিরক্তি উগরে দিয়েছেন বিদ্রুপের মধ্যে দিয়ে। অভিনেত্রী স্বরা ভাস্বর হিমন্তের এই মন্তব্য সম্পর্কিত এক সংবাদ সংস্থার টুইটকে রিটুইট করে লিখেছেন “দেশে ঠিক কি ধরণের অর্থহীন কাজকর্ম চলছে!!”
হিন্দুত্ব বিষয়টি ৫০০০ বছরের প্রাচীন। জীবন যাপনের আদর্শই হলো আসলে হিন্দুত্ব, এমনটাই জানান মুখ্যমন্ত্রী বিশ্বশর্মা। অন্যান্য ধর্মেরও উৎপত্তি হিন্দুত্ব থেকেই অর্থাৎ তাঁর মতে অন্যান্য ধর্মাবলম্বী সব মানুষই আদতে হিন্দুদের ধর্মীয় উত্তরসূরি।
আরও পড়ুনঃ টিকার শংসাপত্র নয়, যাত্রীদের করোনা পরীক্ষাই হোক আন্তর্জাতিক ভ্রমনের ছাড়পত্রঃ কেন্দ্রীয় বিদেশমন্ত্রী
হিন্দু জিহাদ বিষয়ে তাঁর ব্যাখ্যা, হিন্দু মহিলাদের সঙ্গে হিন্দু পুরুষরা কোনভাবে মিথ্যাচার করলে বা বিশ্বাসভঙ্গ করলে তা জিহাদ বলেই গণ্য হবে । মহিলারা যাতে কোন ভাবেই বিশ্বাসভঙ্গের স্বীকার না হন তার জন্য পূর্ণ দৃষ্টি থাকবে সরকারের।
আরও পড়ুনঃ অসমের পর এবার যোগীরাজ্যে নয়া নীতি, দু’য়ের বেশি সন্তান হলে মিলবে না সরকারি চাকরি
সীমান্ত সমস্যা প্রসঙ্গেও এদিন সাংবাদিক বৈঠকে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন অসম-নাগাল্যান্ড ও অসম-মিজোরাম সীমান্তে কিছু উত্তেজনা থাকলেও বিপুল পরিমাণ অসম পুলিশ বাহিনী তা সামলে নিয়েছে। তাঁরা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সবসময় আলোচনার জন্য প্রস্তুত তবে ভারতের মাটি কোনভাবেই অধিগ্রহণ করতে দেবেন না তাঁরা।
এদিন অসম মন্ত্রিসভায় বেশ কিছু রদবদল করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ‘ইনডিজিনিয়াস ফেথ এন্ড কালচার’ নামে একটি স্বাধীন দপ্তরও শুরু করা হয়েছে মন্ত্রিসভায়, জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584