টোকিও অলিম্পিকের ক্রিয়েটিভ ডিরেক্টর পদ থেকে ইস্তফা সাসাকির

0
55

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

টোকিও অলিম্পিকের ক্রিয়েটিভ ডিরেক্টর হিরোশি সাসাকির পদত্যাগ, একজন সেলিব্রিটি মহিলা সম্পর্কে অবমাননাকর মন্ত্যব্যের কারণে তাঁর এই পদত্যাগ বলে জানা গেছে। একের পর এক কর্তাব্যক্তিদের পদত্যাগের ঘটনা ঘটেই চলেছে টোকিও অলিম্পিকে। এবার ক্রিয়েটিভ ডিরেক্টর হিরোশি সাসাকি, একজন সেলেব্রিটি মহিলার প্রতি অবমাননাকর মন্তব্যের জেরে পদত্যাগ করলেন তিনি।

Hiroshi Sasaki | newsfront.co

টোকিও অলিম্পিক শুরু হতে চলেছে আর মাত্র চারমাসের মধ্যে। করোনা ভাইরাস প্যান্ডেমিকের কারণে পিছিয়ে যায় অলিম্পিক, ফলত আয়োজনের খরচ বেড়েছে রেকর্ড পরিমাণ, তার মধ্যেই একের পর এক কেলেঙ্কারিতে জড়িয়েছেন কর্তাব্যক্তিরা।

গত ফেব্রুয়ারি মাসে আয়োজক কমিটির প্রেসিডেন্ট ইয়োশিরো মোরিকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয় মহিলাদের সম্পর্কে কুরুচিকর পুরুষতান্ত্রিক মন্তব্যের কারণে। তিনি বলেন, ” মিটিংয়ে মহিলারা অত্যন্ত বেশি কথা বলেন।” এরকম অশোভন মন্তব্য মেনে নেয়নি কমিটি। দুবছর আগে, জাপানি অলিম্পিক কমিটির হেড, সুনেকাজু তাকেদাকে পদত্যাগ করতে হয় ঘুষ কাণ্ডে জড়িত থাকার কারণে।

আরও পড়ুনঃ নারকোটিক্স মামলায় বোম্বে হাইকোর্টে রিয়া চক্রবর্তীর জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন এনসিবি-র

আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক। হিরোশি সাসাকি ছিলেন অলিম্পিকের আসরের ওপেনিং এবং ক্লোসিং সেরিমনির দায়িত্বে। গত বছরই তিনি প্ল্যানিংয়ের সদস্যদের বলেছিলেন যে, জাপানের বিখ্যাত মহিলা বিনোদন ব্যক্তিত্ব নাওমি ওয়াতানাবে অলিম্পিকের বিনোদনমূলক অনুষ্ঠানে ‘অলিম্পিগ’ হিসেবে পারফর্ম করতে পারেন। আদতে ‘অলিম্পিগ’ শব্দটি অত্যন্ত কুরুচিকর এবং অশালীন ইঙ্গিত কোন মহিলার প্রতি।

আরও পড়ুনঃ জোম্যাটো কাণ্ডে নয়া মোড়! ফ্রিতে পিৎজা খাওয়া স্বভাব, দাবি অভিযোগকারীর প্রাক্তন রুমমেটের

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার পদত্যাগ করেছেন হিরোশি সাসাকি। অলিম্পিক আয়োজক কমিটির সভাপতি সিকো হাসিমোতো-র কাছে পদত্যাগ পত্র পাঠিয়ে দেন এবং অনুরোধ করেন এটি যেন সত্বর গ্রহণ করা হয়। এছাড়া একটি বিবৃতি দিয়ে সাসাকি জানিয়েছেন, “নাওমি ওয়াতানাবের প্রসঙ্গে আমার মন্তব্য অত্যন্ত কুরুচিকর। এমন মন্তব্য তাঁর জন্যও অপমানজনক। এটি যদিও ক্ষমার অযোগ্য। তাও আমি নাওমির কাছে ক্ষমাপ্রার্থী এবং আমার মন্তব্যে যাঁরা আহত হয়েছেন আমি তাঁদের সকলের কাছেই ক্ষমা প্রার্থনা করছি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here