মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
প্রয়াত হলেন বিশিষ্ট ইতিহাসবিদ তথা লেখক চৌধুরী আতিকুর রহমান। ক্যানসার আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁর মারণ রোগে চিকিৎসা চলছিল। বুধবার সকালে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। বিশিষ্ট ইতিহাসবিদ চৌধুরী আতিকুর রহমানের মৃতদেহ এখন আসানসোলে তাঁর পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
১৯৫৭ সালের ২২ মার্চ আসানসোল শহরে জন্ম নেন চৌধুরী আতিকুর রহমান। ভারতের ইতিহাস জানার নেশায় ঘুরে বেড়িয়েছেন নানা স্থানে। কখনও গেছেন দিল্লি, কখনও হায়দরাবাদ, কখনও বেঙ্গালুরু আবার কখনও মুর্শিদাবাদ, গৌড় পান্ডুয়াতেও ইতিহাসের সন্ধানে গেছিলেন তিনি। ভারতের বিভিন্ন স্থানে ঘুরে যা দেখতেন তাই পাঠকের সামনে তুলে ধরতেন আতিকুর রহমান। মণি-মাণিক্যের মত মুক্ত, স্বচ্ছ তাঁর লেখনিগুলো মুহূর্তের মধ্যে পাঠকের সামনে প্রাচীণ ভারতের ইতিহাসকে দাঁড় করিয়ে দিয়েছে বহুবার। শিক্ষকতার চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রায় এক দশক ক্যানসার রোগে ভুগেছিলেন তিনি। তবুও দমে যাননি এই ইতিহাসবিদ। শারীরিক-মানসিক প্রতিকূলতার মাঝেও চৌধুরী আতিকুর রহমান লিখেছেন মুঘল ও সুলতানি আমলের নানান ইতিহাস আর ঐতিহ্যের কথা। লিখেছেন প্রাচ্য-পাশ্চাত্যের কথা।
আরও পড়ুনঃ টানা বৃষ্টির মধ্যে ভোররাতে কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি
আজ বুধবার বিশিষ্ট ইতিহাসবিদ চৌধুরী আতিকুর রহমানের প্রয়াণে শোকস্তব্ধ ইতিহাসমহল। চৌধুরী আতিকুর রহমানের দুই সন্তান বর্তমান। তাঁর প্রয়াণে শোকাহত তাঁর স্ত্রী। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584