ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
এনসিইআরটি-র ইতিহাস বইতে প্রস্তাবিত পরিবর্তনে চিন্তিত দেশ-বিদেশের ১০০-র ওপর ইতিহাসবিদ। বইয়ের প্রস্তাবে যা সম্ভাব্য সিলেবাস রাখা হয়েছে তার অধিকাংশই প্রামাণ্য ইতিহাস বহির্ভূত তথ্য এবং তথ্য বিকৃতি। তাঁরা শিক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির কাছে চিঠি লিখে জানিয়েছেন একথা। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মায়া জন জানান, কমিটির কাছে ১৫ জুলাই চিঠি দিয়েছেন তাঁরা।
সংসদীয় কমিটির কাছে তাঁদের দাবি, যেসমস্ত ইতিহাস বহির্ভুত তথ্য দিয়ে ইতিহাসকে বিকৃত করা হচ্ছে অবিলম্বে সরাতে হবে সেগুলি। দেশনায়কদের সম্পর্কে ও বিভিন্ন সময়ের ইতিহাসে মহিলাদের অবদান সম্পর্কে সঠিক তথ্য দেওয়া হোক।
একটি নির্দিষ্ট আদর্শ অনুযায়ী সাজিয়ে নেওয়া হচ্ছে ইতিহাসকে যা কখনোই ইতিহাস সমর্থিত তথ্যের ভিত্তিতে করা হয়নি। ইতিহাস বিকৃতি কখনোই কাম্য নয়। ইতিহাসবিদদের সঙ্গে পরামর্শ না করে ঘটানো হচ্ছে তথ্য বিকৃতি তা আর যাই হোক প্রকৃত ইতিহাস নয়।
আরও পড়ুনঃ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বামপন্থী সন্ত্রাসবাদকে উস্কানি দেয়, ব্যান করা হোক ভারতেঃ অসম মুখ্যমন্ত্রী
চিঠিতে তাঁরা দাবি জানিয়েছেন, পরিবর্তন করতে হবে এই জাতীয় ভুল তথ্যের, সেগুলি অবিলম্বে সরাতে হবে টেক্সট বই থেকে। পড়ুয়ারা যাতে দেশ বিদেশের প্রকৃত ইতিহাস জানতে পারে তার জন্য ইতিহাস সমর্থিত প্রামাণ্য তথ্য পরিবেশন করা হোক।
আরও পড়ুনঃ গোয়া ফাউন্ডেশন মামলার রিভিউ পিটিশন খারিজ করে তীব্র ভর্ৎসনা সুপ্রীম কোর্টের
সংসদীয় কমিটির কাছে লেখা এই চিঠিতে দেশ বিদেশের বহু নামী ইতিহাসবিদ সহমতের ভিত্তিতে স্বাক্ষর করেছেন। তার মধ্যে রয়েছেন রোমীলা থাপার, মুকুল কেশবন এবং দিল্লি বিশ্ববিদ্যালয়, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, টরন্টো বিশ্ববিদ্যালয় ও জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের নামজাদা ইতিহাসবিদেরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584