ওয়েবডেস্ক:-
১৯৫৩ সালে কোরীয় যুদ্ধের অবসানের পর প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ায় পৌঁছালেন কোনও উত্তর কোরীয় শীর্ষ নেতা।কিম জং উন সীমান্ত অতিক্রম করে দক্ষিণ কোরিয়ার সীমান্তে প্রবেশ করছেন। ঠিক এই সময় কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন তাঁকে স্বাগত জানাচ্ছেন।
পৌঁছেই অসামরিক এলাকা হিসেবে পরিচিত পানমুনজামের পিস হাউসে উত্তর কোরিয়ার এই নেতার সঙ্গে বৈঠকে বসেছেন মুন জে ইন। এই আলোচনায় মূলত উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়টি গুরুত্ব পাবে বলে মনে হয়। তবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করতে রাজি করিয়ে একটি চুক্তিতে পৌঁছানো কঠিন কাজ বলে স্বীকার করেছে সিউল।কারণ এক দশকের বেশি সময় ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো বৈঠক হয়নি। এরই মধ্যে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র প্রকল্প বহুদূর এগিয়ে নিয়েছে।
যাইহোক, দুপুরের খাবারের আগে কিম এবং মুন উভয় দেশের সীমানার মধ্যে স্মারক হিসেবে একটি করে পাইন গাছ রোপন করবেন বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584