নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিদেশ ঘুরে অবশেষে দেশে ফিরল চুরি হওয়া ঐতিহাসিক নটরাজ মূর্তি। ১৯৯৮ সালে রাজস্থানের ঘটেশ্বর মন্দির থেকে খোয়া যায় মূর্তিটি। ৫ বছর পর খোঁজ মেলে, চোরাচালানকারীদের হাত ঘুরে তা আপাতত ব্রিটেনে রয়েছে।
এরপরই বিদেশ মন্ত্রকের আবেদনে সাড়া দিয়ে ব্রিটিশ দূতাবাস মূর্তি উদ্ধারে তৎপর হয়ে ওঠে। ২০১৭ সালে মূর্তিটি উদ্ধার করে ইন্ডিয়া হাউজে রাখা হয়।
HCI with support of HM Government repatriates to Archeological Survey of India, the 10th Century idol of Lord Shiva – 'Natesh', stolen in 1998 from Ghateshwar Temple, Baroli, Rajasthan. #IndiaUK @TheNehruCentre @DCMS @ASIGoI @authoramish @MEAIndia pic.twitter.com/vr6N770k47
— India in the UK (@HCI_London) July 29, 2020
আরও পড়ুনঃ ৩৭০ ধারা অবলুপ্তির ১ বছর পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীর বার অ্যাসোসিয়েশনের সভাপতি
খবর পেয়ে পর্যবেক্ষণে যান আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া-র একটি বিশেষ দল। সবকিছু খুঁটিয়ে পরীক্ষা করার পর তাঁরা জানান, এটিই সেই চুরি হওয়া নটরাজ। যা এতদিনে দেশে ফিরল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584