হরিদ্বারে শুরু মহাকুম্ভ, ৭২ঘন্টা আগের করোনা নেগেটিভ রিপোর্ট দেখালে তবেই প্রবেশাধিকার

0
105

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

হরিদ্বারে আজ থেকে শুরু হলো ঐতিহাসিক কুম্ভ মেলা। তবে করোনা অতিমারীর কথা মাথায় রেখে এবার রয়েছে কড়া নিরাপত্তা ও প্রশাসনও অতিসক্রিয়। এবার পুণ্যার্থীদেরকে ৭২ ঘন্টা আগের করোনা নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে, তবেই মিলবে মেলায় প্রবেশাধিকার।বলা হয় যে গোটা পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো ধার্মিক অনুষ্ঠান হলো এই কুম্ভ মেলা।

covid19 test | newsfront.co
প্রতীকী চিত্র

ভারতে প্রতি ১২ বছর অন্তর হরিদ্বার, প্রয়াগরাজ, উজ্জ্বয়িনী ও নাসিকে আয়োজিত হয় কুম্ভ মেলা। তবে এবার কুম্ভ মেলার ইতিহাস অন্যরকম। এই প্রথমবার হরিদ্বারে ১২ বছরের জায়গায় ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা,কারণ এবারের মেলায় রয়েছে অন্যরকম তাৎপর্য। এক বিশেষ যোগ এবার রয়েছে সেখানে।এবার নাকি দেখা দিয়েছে অমৃত যোগ। কাল গণনা করে এই অমৃত যোগ নির্ধারণ করা হয়ে থাকে।

আরও পড়ুনঃ উধাও রবীন্দ্রনাথের ছবি! বদলে গেল শান্তিনিকেতন এক্সপ্রেস

তাই এবার ১১ বছর পর এই দিনটি পড়েছে। প্রায় ৮৩ বছর পর এই যোগ এসেছে। এর আগে এই বিশেষ যোগ দেখা গিয়েছিলো যথাক্রমে ১৭৬০, ১৮৮৫ এবং ১৯৩৮ সালে।অন্যান্য বছরের মতো এই বছরও হাজার হাজার পুণ্যার্থী আসবেন হরিদ্বারের এই পবিত্র গঙ্গাস্নানে। তবে করোনাকে মাথায় রেখে এই বছর সরকার বিশেষ সুরক্ষা ব্যবস্থা রেখেছে সেখানে।

এবার কুম্ভ মেলায় হবে ৪টি শাহী স্নান ও ১৩টি আখড়া বসানো হবে। ঝাঁকি বের হবে এখান থেকেই। সেই শোভাযাত্রায় সবার প্রথমে থাকবেন নাগা বাবা ও তারপর মহন্ত, মণ্ডলেশ্বর, মহামণ্ডলেশ্বর এবং আচার্য মহামণ্ডলেশ্বর সেই নাগা সাধুদের অনুসরণ করবেন।

শাহী স্নানের তিথিগুলি হলো :

১. সোমবতী অমাবস্যা: ১২ ই এপ্রিল, ২০২১
২. বৈশাখী: ১৪ই এপ্রিল, ২০২১
৩. রাম নবমী: ২১শে এপ্রিল, ২০২১
৪. চৈত্র পূর্ণিমা: ২৭শে এপ্রিল, ২০২১

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here