তৃণমূলের সঙ্গে যা হচ্ছে ইতিহাসের পুনরাবৃত্তি: অধীর

0
76

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

”মমতা যেটা করেছেন এতদিন সেটাই তার সঙ্গে হচ্ছে। ইতিহাসের পুনরাবৃত্তি।’ বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তৃণমূলের দলীয় বিধায়ক তথা নেতা কর্মীদের চলে যাওয়ার ঘটনাকে এভাবেই কটাক্ষ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সংসদীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী।

Adhir Chowdhury | newsfront.co
অধীর রঞ্জন চৌধুরী। ছবিঃ বিভাস লোধ

অধীরবাবুর কথায়, ‘বাম ও কংগ্রেসকে ভেঙে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে একদা তৃণমূল ব্রিগেড তৈরি করেছিলেন। এবার সেটাই তার সঙ্গেও হচ্ছে। আর তার ফল স্বরূপ একে একে সবাই দল ছেড়ে অন্য দলে যোগ দিচ্ছে। কারণ সবাই বুঝে গেছে এই দলের আর কোন নীতি আদর্শ নেই।

আরও পড়ুনঃ হলদিয়া বন্দরের শ্রমিক ভবন থেকে সরিয়ে নেওয়া হল শুভেন্দু অধিকারীর ছবি

অধীর আরও জানান, একটা দল চালাতে গেলে তার বেঁচে থাকার খাবার হল নীতি আদর্শ। কিন্তু তৃণমূলের তো কোন নীতি আদর্শ ছিল না। তাদের উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারে বামেদের সরানো, তাই সবাই ছিল। কিন্তু দলে নীতি আদর্শের বদলে লুট পাট। তাই বুঝে গিয়ে সবাই কেটে পড়ছে।

আরও পড়ুনঃ তারাপীঠে মা তারার পুজো দিয়ে ২২০টি আসনে জয়লাভের প্রার্থনা কেষ্ট’র

মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় সাথী ছিল বিজেপি। বাম কংগ্রেস কে শেষ করতে যাদের হাত ধরে এ রাজ্যে এনেছিল তৃণমূল। আজ তারাই বিপক্ষ শক্তি হিসেবে মমতাকে শেষ করছে।’

তিনি প্রশ্ন করেন, এত কি সমস্যা হল যে, রাতারাতি প্রশান্ত কিশোরকে নিয়ে আসা হল তৃণমূল দলটাকে ঠিক করতে। আমরা জানি একটা কোম্পানি চালাতে কর্পোরেট ডেভলপার লাগে কিন্তু একটা দল চালাতে প্রশান্ত কিশোরের মত একটা কর্পোরেট ডেভেলপারের কেন প্রয়োজন হলো? এ ভাবে একটা রাজনৈতিক দল চলে না।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here