অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
অস্ট্রেলিয়ায় শেষ দুই টেস্টে খেলতে যাচ্ছেন রোহিত শর্মা। এই খবর আসতে না আসতে চব্বিশ ঘন্টার মধ্যে ফের অনিশ্চয়তার কালো মেঘ হিট ম্যানকে ঘিরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পরীক্ষা দিয়ে ফিটনেস টেস্টে পাস করে রোহিত শর্মা অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে যোগ দেবেন। গতকাল শুক্রবার এই খবর জানা যায়। তবে শনিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে শনিবার জানানো হয়েছে, অস্ট্রেলিয়ায় আর এক দফা পরীক্ষা হবে তাঁর।
ভারতীয় বোর্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির মেডিক্যাল টিম রোহিতের ফিজিক্যাল ফিটনেস দেখে খুশি। ব্যাটিং, ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেটস সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা হয়েছে রোহিতের। এগুলোতে কোনও সমস্যা নেই। কিন্তু কিভাবে টানা পরিশ্রম করবেন সেটা দেখা হবে অস্ট্রেলিয়ায় কারণ টানা পাঁচ দিন মাঠে থাকা অনেক কঠিন।“
আরও পড়ুনঃ ভারতকে মাঠে উচিত জবাব দেবঃ কামিন্স
আপাতত ডনের দেশে পৌঁছে রোহিতকে দুই সপ্তাহ কোয়ারেন্টিনে থাকতে হবে। সেই সময়ে কী কী করতে হবে, সেটা জানান হবে। কোয়ারেন্টিন পর্ব শেষ হলে ভারতীয় দলের ডাক্তাররা রোহিতকে দেখে সিদ্ধান্ত নেবেন তাকে মাঠে নামানো হবে নাকি। তাই রোহিত গল্প ভারতীয় দলে শেষ হয়েও শেষ হল না।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584