আজহার হুসেইন, কাশ্মীর:
পুলওয়ামা এনকাউন্টারে নিহত হল হিজবুল কমান্ডার আজহার লালহারী।
বুধবার জম্মু-কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অব পুলিশ দিলবাগ সিং জানান যে দক্ষিণ কাশ্মীরের কামরাজিপোড়া এনকাউন্টারে পুলওয়ামার পিরচু এলাকায় পুলিশ হেড কনস্টেবল হত্যায় জড়িত থাকা হিজবুল মুজাহিদীন কমান্ডার আজাদ লালহারী নিহত হয়েছে।
গত ২২শে মে আজাদ লাহিড়ী পুলওয়ামার পিরচু এলাকায় এক পুলিশ হেড কনস্টেবল হত্যায় জড়িত ছিল বলেও তিনি দাবি করেন।তিনি জানান জঙ্গি কার্যকলাপ সংক্রান্ত হত্যায় তার বিরুদ্ধে ৬টি এফআইআর রয়েছে।
এছাড়াও তাকে পিএসএ’র আওতায় গ্রেপ্তার করা হয়। এই জঙ্গি কমান্ডার ছাড়াও আজকের বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর এক জওয়ান নিহত হয়েছেন। সরকারি সূত্রে জানা গেছে যে জম্মু-কাশ্মীর পুলিশ,রাষ্ট্রীয় রাইফেলস ও সিআরপিএফ জওয়ানদের যৌথবাহিনী সন্দিগ্ধ এলাকা ঘিরে ফেলে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। পাল্টা জবাব দেয় যৌথবাহিনীও।
প্রাথমিক বন্দুকযুদ্ধে সেনাবাহিনীর ২ জওয়ান আহত হন। আহতদের ৯২ বেস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই একজনের মৃত্যু হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584