শোপিয়ান এনকাউন্টারে হিজবুল কমান্ডারসহ ৩ জঙ্গি নিহত

0
32

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

মঙ্গলবার সকালে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে এক হিজবুল মুজাহিদীন সদস্য সহ ৩ জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে আরেকজন প্রাক্তন পিডিপি লেজিসলেটিভ কাউন্সিলের সদস্যের ভাইপো রয়েছে বলে জানা গেছে।

এর আগে শোপিয়ান জেলার তুর্কওয়াঙ্গাম এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে কাশ্মীর পুলিশ, ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস এবং সিআরপিএফ জওয়ানদের যৌথবাহিনী এলাকা ঘিরে ফেলে এগোতেই জঙ্গিরা গুলি ছোড়া শুরু করে। যৌথবাহিনীর প্রত্যাঘাতে ৩ জঙ্গির মৃত্যু হয়।

পুলিশের বয়ান অনুসারে জঙ্গিদের এখনও সনাক্ত করা সম্ভব না হলেও  সূত্র ই জানা গেছে যে নিহত ৩ জঙ্গি হল হিজবুল মুজাহিদীন সংগঠনের জেলা কমান্ডার জুবায়ির ওয়ানি, প্রাক্তন পিডিপি লেজিসলেটিভ কাউন্সিল সদস্যের ভাইপো ইকবাল মানহাস ও জেইনপোরা এলাকার বাসিন্দা মুনিব উল হক।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন:দেশে করোনায় মৃত ৯৯০০

২০১৯ সালে একে ৪৭ হাতে নিয়ে জঙ্গি দলে নাম লেখানো কামরান মানহাসের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।ভাইপোর এহেন সিদ্ধান্তের পর জাফর মানহাস পিডিপি দল ত্যাগ করে জম্মু-কাশ্মীর আপনি পার্টি’তে যোগদান করেন।

আজকের এনকাউন্টার ধরলে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান ও কুলগাম জেলায় এই মাসে মোট ১৯ হিজবুল মুজাহিদিন জঙ্গি নিহত হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here