সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তের উপাদান পৃথকীকরণ আগেই শুরু হয়েছিল তবু প্রায় ৩০ শতাংশ রক্ত স্রেফ পড়ে থেকে নষ্ট হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ঠিক করেছেন,জরুরি ভিত্তিতে প্রয়োজন নয়, এমন রক্তের প্যাকেট হাসপাতালের ব্লাড ব্যাঙ্কেই বৈজ্ঞানিক-পদ্ধতিতে মজুত করা হবে।দেখা যায়,হাসপাতাল বা নার্সিংহোমের চিকিৎসকেরা যে কোনও ‘কোল্ড অপারেশন’-এর সময় রক্ত মজুত রাখতে বলেন রোগীর পরিজনকে।এইসব ক্ষেত্রে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত নিয়ে এসে সাধারণ ফ্রিজে মজুত করে রাখা হয়।অস্ত্রোপচারের সময় সেই রক্ত দরকার না হলে ফ্রিজে পড়ে থেকেই রক্ত নষ্ট হচ্ছে। এখন ভাবা হচ্ছে, ‘কোল্ড অপারেশন’-এর ক্ষেত্রে হাসপাতালের ওয়ার্ড বা নার্সিংহোম থেকে রক্ত দেওয়ার অনুরোধ এলে সাথে সাথেই তা দেওয়া হবে না।ব্লাড ব্যাঙ্কে ওই রোগীর নামে প্রয়োজনীয় রক্তের প্যাকেট ফ্রিজে তুলে রাখা হবে।রোগীর পরিজনকে ‘হোল্ডিং ব্লাড’ নামে একটি ফর্ম দেওয়া হবে।তা পূরণ করে জমা দিলে ব্লাড ব্যাঙ্ক টোকেন দেবে। প্রয়োজনের সময়ে ওই টোকেন দেখালে রক্তের প্যাকেট দেওয়া হবে। হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা বলেন,‘‘যে পদ্ধতির কথা ভাবা হয়েছে, তা ঠিক ভাবে রূপায়ণ করতে পারলে ৩৭-৩৮ শতাংশ রক্ত অপচয় রোখা যাবে।”
আরও পড়ুনঃ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সম্মেলন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584