জীবনযুদ্ধে জয়ী হয়েও ভালোবাসার কাছে হার মানল করোনা

0
63

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

জীবনযুদ্ধে জয়ী হয়েছে করোনা। এইমহূর্তে প্রত্যেক মানুষের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাস। কিন্তু শেষমেশ ভালবাসার কাছে হার মানল করোনা। হাত ধরাধরি করে কয়েক মিনিটের ব্যবধানে নায়ক-নায়িকার মৃত্যু হয়েছে, এমন ঘটনা প্রেমের গল্পে আমরা অনেক পড়েছি। রিল লাইফেও এমন ঘটনা ঘটেই থাকে। কিন্তু রিয়েল লাইফেও যে এমন ঘটনা ঘটতে পারে তা কল্পনা করা কার্যত অসম্ভব। চোখের সামনে এমন রোম্যান্টিক দৃশ্য বাস্তবে চাক্ষুস কয়লে তাকে সত্যি বলে মেনে নিতে কষ্ট হয় বইকি।

couple | newsfront.co
ডিক ও শার্লি

ভারাক্রান্ত হয়ে ওঠে মন। গতকাল এমনই এক অমর প্রেমকাহানীর শেষ দৃশ্যের সাক্ষী থাকলেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালের কর্মীরা। ৭০ বছর একসঙ্গে সংসার করার পর হাসপাতালের শয্যায় শেষ হল এক মধুর সম্পর্ক। ওহিও’র কলম্বাসের দুই বৃদ্ধ দম্পতি হাসপাতালে মারা গেলেন ঠিক এক মিনিটের ব্যবধানে। জীবনের শেষক্ষণ পর্যন্ত একে অপরের হাত শক্ত করে ধরেছিলেন তাঁরা। একই সঙ্গে দুটি প্রাণ কেড়ে নিয়েছে করোনা। কিন্তু তাঁদের ভালবাসার কাছে হেরে গেল এই মারণ ভাইরাস।

গত ডিসেম্বরেই ৭০ বছরের বিবাহবার্ষিকী পালন করেছিলেন ডিক ও শার্লি। এর কিছুদিন পর গত ১৯ জানুয়ারি ছিল ডিকের জন্মদিন। সদ্য ৯০-এ পা রেখেছিলেন ডিক আর শার্লির বয়স ৮৭ বছর। এঁদের তিন সন্তান। তাঁদের নাম ডেবি, ভিকি এবং কেলি। জুম কল করে বাবা’কে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছিলেন তাঁরা। কিন্ত এর কিছুদিনের মধ্যেই গত ৮ জানুয়ারি ডিক ও শার্লি একইসঙ্গে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হন। প্রথমদিকে তাঁদের দু’জনকে আলাদা আলাদা রাখা হয়েছিল।

আরও পড়ুনঃ কর্পোরেট-গণতন্ত্র বিতর্ক তুঙ্গে, অস্ট্রেলিয়ায় সার্চ ইঞ্জিন বন্ধের হুঁশিয়ারি গুগলের

কিন্তু পরে ডিকের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় সন্তানদের অনুরোধে ডিক ও শার্লিকে একই ঘরে রেখে দেওয়া হয়। এই পরিস্থিতির মধ্যেই গতকাল, ‘হোয়েন দ্য রিভার মিটস সি’ গানটি শুনতে চান ডিক। সেইমত তাঁদের ঘরে আস্তে করেই বাজিয়ে দেওয়া হয় সেই গান। এরপর একে অপরের হাত ধরে সেই গান শুনতে শুনতেই চিরঘুমের দেশে চলে যান শার্লি।

আরও পড়ুনঃ ‘শিখছি ও ভাবছি’, দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভিডিও বার্তায় বললেন জ্যাক মা

দেরি করেননি ডিকও। শার্লিকে একা ছাড়তে পারেননি তিনি। তাই এক মিনিটের ব্যবধানে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ডিকও। দুটি জীবন একইসঙ্গে শেষ হয়ে গেলেও সত্যিকারের ভালবাসা তো এভাবেই দীর্ঘজীবী হয়ে থেকে যায়। তাই এক্ষেত্রেও অন্যথা হল না। বেঁচে রইল ডিক ও শার্লির অমর প্রেম কাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here