শান্তিনিকেতনের আমেজে মাতলো মধ্য কলকাতার লেবুতলা পার্ক

0
107

রেশমী গুপ্তা, কলকাতাঃ

‘ওরে গৃহবাসী, খোল দ্বার খোল লাগল যে দোল’… সত্যি যেন প্রকৃতির রঙের সাথে নিজেদেরকে রাঙিয়ে তোলর একটা বিশেষ দিন। চারিদিকে পলাশের সুবাসে প্রকৃতির আকাশ-বাতাস, গাছের পাতা থেকে শুরু করে ফুল-ফল সব যেন দোলের আনন্দে মেতে উঠেছে।

holi at lebutala | newsfront.co
উৎসব প্রাঙ্গনে জলসা চলছে। নিজস্ব চিত্র

আর এই দিনটিকে সকলের সাথে ভাগ করে নিতে মধ্য কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারে উদ্দ্যোক্তা শ্রী সজল ঘোষের উপস্থিতিতে অতি সমারহে পালিত হল বসন্ত উৎসব। গোটা মাঠ জুড়ে ছিল শান্তিনিকেতনের আমেজ।

holi | newsfront.co
একে অন্যকে রং মাখাতে ব্যস্ত মহিলারা। নিজস্ব চিত্র

সকাল ন’টা শুরু হওয়া অনুষ্ঠানটি চলেছিল দুপুর তিনটে পর্যন্ত। অনুষ্ঠানের একদিকে যেমন ছিল নাচ গানের আসর, ঠিক তেমনই অন্য দিকে ছিল জমিয়ে পেট পুজোর ব্যবস্থাও। শুধু যে সেখানে এলাকার লোকজনরাই ছিল তা কিন্তু নয়।

colours | newsfront.co
রং মিলান্তি। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ দোলে অন্যরূপে প্রিয়াঙ্কা- সায়ন্তনী

স্থানীয়রা ছাড়াও বিভিন্ন জায়গা থেকে বহু মানুষ এসেছিল উৎসব প্রাঙ্গনে। এদিন আবিরের নানা রং-এ উন্মাদ হয়ে উঠেছিল এলাকার পরিবেশ।

holi dance | newsfront.co
আনন্দের নৃত্য। নিজস্ব চিত্র

সব মিলিয়ে এক অন্য রকম ছন্দে সকলের কাছে ধরা দিল মধ্য কলকাতার শতাব্দী প্রাচীনের এই মাঠ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here