নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
চড়চড়িয়ে বেড়েছে টিআরপি। ফ্যান ফলোয়ারের সংখ্যাও বাড়ছে প্রতিদিন। কার সঙ্গে ঘটছে এগুলো? মিঠাইয়ের সঙ্গে৷ মোদক বাড়ির বউ মিঠাই সকলের নয়নের মণি৷ উচ্ছেবাবুকে অর্থাৎ তার স্বামী সিদ্ধার্থকে সে ভালোবাসে।
কিন্তু উচ্ছেবাবু কি ভালোবাসে তাকে? এই প্রশ্নের উত্তর খোঁজে মিঠাই।তবে, এই বছর প্রথম দোল তার মোদক বাড়িতে৷ দোল ঘিরে মোদক বাড়িতে সাজো সাজো রব। রঙের খেলা যেমন থাকবে তেমনই থাকবে মিষ্টি মুখের পালা৷
আরও পড়ুনঃ দোল উৎসবে আসছে ‘রঙের গান’
এই দোল ঘিরে মোদক বাড়িতে কী কী ঘটে সেটাই দেখার। ২৫ থেকে ২৭ মার্চ থাকছে মজাদার সব পর্ব। হোলির রঙে সিদ্ধার্থ কি রাঙিয়ে দেবে মিঠাইকে? দর্শকের মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হলফ করে বলতে পারি। কিছু না কিছু ঘটবে তা বলাই বাহুল্য।
ধারাবাহিকের নিয়মই তাই যে, দর্শকের জন্য বিশেষ কিছু চমক অপেক্ষা করে বছরের বিশেষ দিনগুলিতে৷ এবারও তেমনই কিছু ঘটলেও ঘটতে পারে। তার জন্য দেখতে হবে পর্বগুলি।মিঠাই দেখুন প্রতিদিন রাত ৮ টায়, জি বাংলায়। আর মিস করবেননা দোল পর্বগুলিও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584