নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
বাঙালির কোন উৎসবটা খাওয়াদাওয়া ছাড়া হয় বলুন তো? কি, একটা নামও মনে পড়ল না তো? না পড়ারই কথা। কেননা ভোজনরসিক বাঙালি পেটকে সন্তুষ্ট না করে কোনও আনন্দে শামিল হতে পারে না। আর তা যদি হয় দোল। তা হলে তো কিছু বলার জায়গাই থাকে না।…সামনেই দোল।
তাই জি বাংলার ‘রান্নাঘর’-এ থাকছে দারুণ দারুণ এপিসোড। রান্নার জাদু দেখাতে পর্বগুলিতে হাজির থাকবেন ঊষসী রায়, গীতশ্রী রায়, শ্রীপর্ণা রায়, অঙ্কিতা ভট্টাচার্য সহ আরও অনেকে। সঙ্গে থাকবে রঙ মাখার আর মাখানোর রঙিন সব মুহূর্ত। কেউ হলুদ, কেউ বা শ্বেতবসনে সাজবেন এই বিশেষ দিনে।
আরও পড়ুনঃ মোদক বাড়িতে দোলখেলা
সেজেগুজেই মাখবেন রঙ আর নাড়বেন হাতা-খুন্তি। কী রাঁধবেন নায়িকা এবং গায়িকারা? জানার দিন আসন্ন। ২৫ থেকে ২৭ মার্চ থাকছে টানটান উত্তেজনাময় মজাদার সব পর্ব। তাই দেখতে ভুলবেন না ‘রান্নাঘরে বসন্ত উৎসব’ ঠিক বিকেল সাড়ে ৪ টেয়, জি বাংলায়।
আরও পড়ুনঃ পারিবারিক অনুষ্ঠানে গুনগুন গাইলেন ‘ক্রেজি কিয়া রে…’
বলাবাহুল্য, দোল ঘিরে চ্যানেলে চ্যানেলে এহেন বিপুল আয়োজন দর্শককে ঘরে থাকতে বাধ্য করবে। করোনা ভাইরাস ফের দাপাদাপি শুরু করেছে, তা প্রতিদিনের হিসেবই বলে দিচ্ছে। তাই অহেতুক বাইরে বেরিয়ে সামাজিক ঘনিষ্ঠতা না বাড়ানোই ভাল। বিনোদনের রসদ আছে তো ঘরেই৷ সময় করে তা খুঁজে নিতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584