নিজস্ব সংবাদদাতা, কোলকাতাঃ
ঘূর্ণিঝড় বুলবুলের আতঙ্কে ছুটি ঘোষণা করা হল রাজ্যের বেশ কিছু জেলার বিদ্যালয়গুলিতে। পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টোরেট অফ স্কুল এডুকেশনের তরফে স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কমিশনার ডক্টর সৌমিত্র মোহন আজ এক বিজ্ঞপ্তিতে জানান যে আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা অনুযায়ী ঘূর্ণিঝড় বুলবুল আগামী ৯ ও ১০ তারিখ পশ্চিমবঙ্গের উপর দিয়ে বয়ে যাবে।
India Meteorological Department: Severe Cyclonic Storm #Bulbul intensified into Very Severe Cyclonic Storm at 0530 hours today, centred about 530 km S-SW of Sagar Islands. To cross West Bengal & Bangladesh coast across Sundarbans Delta during early hours of 10th November pic.twitter.com/5r9t0OHHgr
— ANI (@ANI) November 8, 2019
এতে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে প্রভাব পড়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাই সর্তকতা স্বরূপ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমূহ আগামীকাল ৯ তারিখ বন্ধ থাকবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584