শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
অবশেষে সুরাপ্রেমীদের স্বপ্ন সত্যি হল। সোমবার সকাল থেকে গোটা রাজ্যে খুলে দেওয়া হল মদের দোকান। তবে কেমন ভাবে মদ বিক্রি হবে, সে বিষয়ে একগুচ্ছ সুস্পষ্ট নির্দেশিকা জারি করা হয়েছে। বাড়িতে হোম ডেলিভারি শুরু থেকে করোনা কনটেনমেন্ট জোনে মদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকছে বলে রাজ্য আবগারি দফতরের তরফে নয়া নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া কোনও গ্রাহককে একসঙ্গে ২ বোতলের বেশি মদ বিক্রি করা যাবে না। মেনে চলতে হবে সামাজিক দূরত্ব।
আবগারি দফতরের নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মাস্ক না পরলে কোনও ক্রেতাকে মদ বিক্রি করা হবে না। দোকানের বাইরে মদের দামের তালিকা রাখতে হবে। কোনও গ্রাহককে একসঙ্গে ২ বোতলের বেশি মদ বিক্রি করা যাবে না এবং ২ বোতলের বেশি হোম ডেলিভারিও করা যাবে না। এ ছাড়া দোকানের বাইরে একসঙ্গে ৬ জনের বেশি ব্যক্তি যাতে না থাকেন, তা নিশ্চিত করতে হবে। লকডাউন চলাকালীন মদের উপর বাড়তি ৩০% কর চাপিয়েছে রাজ্য সরকার। অর্থাৎ, সোমবার থেকে মদ কিনতে গেলে, অতিরিক্ত দাম গুনতে হবে রাজ্যবাসীকে।
অনলাইনে মদ বিক্রির অনুমতি দেওয়া হয়েছে আবগারি দফতরের তরফে। এক্ষেত্রে ফোনে অর্ডার নিয়ে তা গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া যাবে। এবার থেকে কনটেন্টমেন্ট এলাকা ছাড়া দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মদের দোকান খোলা রাখা যাবে। আবগারি দফতর সূত্রে খবর, স্থানীয় প্রশাসন ও আবগারি দফতরের কর্মীদের প্রতিটি দোকানের বাইরে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ম কেবলমাত্র গ্রিন ও অরেঞ্জ জোনের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য। রেড জোনের কনটেন্টমেন্ট এলাকাতে এই নিয়ম প্রযোজ্য নয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584