ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
নিয়ম মেনে কৃষি আধিকারিকের কাছ থেকে লকডাউন পাস দেখতে চাইলে প্রকাশ্যে হোমগার্ডকে কান ধরে উঠবস করানো হলো এবং ক্ষমা চাইতে বাধ্য করা হলো। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়া জেলায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ২০ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যাচ্ছে একজন হোম গার্ড সামনে থাকা কারোর সামনে কান ধরে উঠবস করছেন। তবে যিনি সামনে রয়েছেন ঘটনাচক্রে তিনি একজন কৃষি আধিকারিক। ওই গার্ডের অপরাধ তিনি ওই কৃষি আধিকারিকের কাছে লকডাউন পাস দেখতে চেয়েছিলেন।
Visuals are from my home dist Araria Bihar,a constable has been treated very badly bcz he stopped senior officer for corona regarding checking pic.twitter.com/JEsWhLzWaU
— Ammar Bin Masoom (@bin_masoom) April 20, 2020
আর এই ভিডিও সামনে আসার পরই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছে নেটিজেনদের একাংশ। অনেকেই প্রশ্ন তোলেন ভিডিওতে যাদের দেখা যাচ্ছে কান ধরে উঠবস করতে থাকা হোমগার্ড ও তার পিছনে দাঁড়িয়ে থাকা তার সহকর্মী ছাড়া আর কারোর মুখে মাস্ক নেই।
কেন্দ্র সরকার অনেক আগেই ঘোষণা দিয়েছেন মুখে মাক্স ব্যবহার করতে হবে, লকডাউনের নিয়ম মেনে চলতে হবে। তাহলে যখন সেই নিয়ম অক্ষরে অক্ষরে পালনের জন্য তৎপর একজন হোমগার্ড তখন কি করে তার সেই কর্তব্য পরায়নতার জন্য তাকে প্রকাশ্যে কান ধরে উঠবস করার মতো অপমানজনক শাস্তি দেওয়া হল তা সত্যিই উদ্বেগ বাড়ায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584