ওয়েবডেস্কঃ-
ভারতবর্ষে সমকামিতা আর যৌন অপরাধ বলে গণ্য হবেনা-সংবিধানের ৩৭৭ ধারা নিয়ে সুপ্রিমকোর্টে প্রধান বিচারপতি দিপক মিশ্রের নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ আজ এই রায় ঘোষণা করেন।
১৮৬১ সালে ইংরেজ আমলেই এদেশে সমকামিতাকে আইন করে অপরাধ ঘোষণা করা হয়। তারপর গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে।অনেক আন্দোলন হয়েছে। মতামত এর বিরুদ্ধেও ছিল। আজ রায় ঘোষণা করে বিচারপতিগণ বলেন ব্যক্তিগত পছন্দকে সম্মান দেওয়া উচিত। ব্যক্তিগত পরিচয়ই তাঁর জীবনের আসল পিরামিড। কেউ কোনওদিনও তাঁর ব্যক্তিত্বকে ছেড়ে পালাতে পারে না। ব্যক্তিস্বাতন্ত্রকে মেনে নেওয়ার জন্য সমাজ এখন অনেক উন্নতি করেছে। এলজিবিটি গোষ্ঠীর সদস্যরা বাকিদের মত একই অধিকার পাওয়ার যোগ্য।
ললিত গ্ৰুপ হোটেলের এক্সিকিউটিভ ডাইরেক্টর এবং এই মামলার অন্যতম পিটিশনার কেশভ শুরি আজ সাংবাদিকদের জানান যে যে সমস্ত বিচারপতি ও উকিল এই মামলায় ছিলেন তাদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, আজ খুশির দিন।
আজকের রায়কে শশী থারুর, করণ জোহর স্বাগত জানিয়েছেন। এই আন্দোলনের দীর্ঘদিনের সৈনিক
কৃষ্ণনগর কলেজের অধ্যক্ষা মানবী মুখোপাধ্যায় বলেন যে ২০০৩ সালে থেকে তাঁর এই লড়াই চলেছে , সুপ্রিম কোর্টও তাঁর পাশে ছিল। এখন সেই রায় এসে গেল। এটা একটা বড় হাতিয়ার নতুন প্রজন্মের কাছে,এটা খুব আনন্দের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584