দ্বারকানাথের চরিত্রে হানি বাফনা

0
612

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘প্রথমা কাদম্বিনী’তে হাজির যুবতী বিনি বা কাদম্বিনী। দর্শক খুব ভাল করেই জানেন এই মুহূর্তে ছোটদের নিয়ে কাজ করানো হবে না সিনেমা-সিরিয়ালে। আর তাই তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েই গড়ে উঠছে চিত্রনাট্য। ঠিক যেমন ‘প্রথমা কাদম্বিনী’র ছোট্ট বিনিকে আর দেখা যাবে না এখন থেকে। বিনি বড় হয়ে গেছে। বাংলার প্রথম এবং ভারতের দ্বিতীয় মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলির জীবনকেন্দ্রিক ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’।

Prathama Kadambini | newsfront.co

যুবতী কাদম্বিনীর চরিত্রে দেখা যাবে সোলাঙ্কি রায়কে। শুটিং শুরু হয়ে গিয়েছে তাঁর। সোলাঙ্কিকে এই চরিত্রে দেখা যাবে তা আগেই জেনে নিয়েছেন দর্শক। তবে, তার স্বামী দ্বারকানাথ গাঙ্গুলির চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে এতদিন উগ্রীব হয়েছিলেন দর্শক। এই চরিত্রে থাকছেন হানি বাফনা। অর্থাৎ ‘বকুল কথা’ ধারাবাহিকের ঋষি।

Honey Bafna | newsfront.co
দ্বারকানাথ গাঙ্গুলির চরিত্রে হানি বাফনা

আরও পড়ুনঃ বড় পর্দার সন্তু ছোটপর্দায়

ঊনিশ শতকের গোড়া সমাজের প্রথা ভেঙে মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন কাদম্বিনী গাঙ্গুলির হবু স্বামী দ্বারকানাথ গাঙ্গুলি। চ্যানেল সূত্রের খবর, এই মুহূর্তে সেই দিকের গল্প নিয়েই এগোবে ধারাবাহিক।
প্রতিদিন সন্ধে ৬ টায় দেখুন ‘প্রথমা কাদম্বিনী’, স্টার জলসায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here