বেহালায় মধুচক্রের আসর, গ্রেপ্তার আট মহিলাসহ সতেরো

0
256

শ্যামল রায়,কলকাতা:-

বুধবার কলকাতার বেহালা পর্ণশ্রী এলাকা থেকে আপত্তিকর অবস্থায় আটজন মহিলাসহ সহ ১৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ।এদিন ধৃতদের আদালতে তোলা হয়। এরমধ্যে ওই মধুচক্রের আসরের ম্যানেজার রয়েছেন বলে জানা গিয়েছে।জানা গিয়েছে যে যৌনতায় মগ্ন ছিলেন ওইসব পুরুষ ও মহিলারা।

ছবি-কাল্পনিক ও সংগৃহিত

পুলিশের কাছে খবর ছিল যে দীর্ঘদিন ধরে ওই এলাকায় চেনা অজানা বহু পুরুষ মহিলাদের আনাগোনা চলছিল।শেষমেষ পুলিশ জানতে পারে যে দক্ষিণ কলকাতার বেহালায় বনশ্রীতে একজন চিকিৎসক সুব্রত সামন্তর দোতলা বাড়িটি ভাড়া নিয়েছে এক ব্যক্তি। ঐ ভরা বাড়িতে কল সেন্টার খোলা হয়েছিল বলে জানা গিয়েছে। কিন্তু কল সেন্টারের আড়ালে দেহ ব্যবসা রমরমিয়ে চলছে এরকমটাও খবর ছিল এলাকার মানুষের কাছে। তাই পুলিশ অভিযান চালিয়ে ওই ভাড়া বাড়ি থেকে আট জন মহিলা ও নয় জন পুরুষকে আপত্তিকর অবস্থায় গ্রেপ্তার করে বলে পুলিশ সূত্রে খবর।
এছাড়াও পুলিশ বাইক এবং প্রচুর পরিমাণে কনডোম উদ্ধার করেছে বলে জানিয়েছে। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

তবে ধৃত মহিলা এবং পুরুষরা জানিয়েছেন যে তারা সবাই প্রাপ্তবয়স্ক-অসম্মতিতে বা কোন রকম আইন বিরুদ্ধ কাজ তারা করেনি। মহিলাদের অভিযোগ যে তারা প্রাপ্তবয়স্ক হিসাবে সম্মতি নিয়েই তাদের বন্ধুদের সাথে গিয়েছিল- পুলিশ নাকি তাদেরকে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here