প্রথম সমাবর্তনে মন্ত্রী শূণ্য মঞ্চে সাম্মানিক ডিলিট হৈমন্তী-শঙ্করকে

0
148

জয় জীবন গোস্বামী,বাঁকুড়াঃ

সাম্মানিক ‘ডিলিট’ সম্মানে ভূষিত হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা ও সাহিত্যিক শঙ্কর। বৃহস্পতিবার স্থানীয় রবীন্দ্র ভবনে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে তাঁদের হাতে এই সম্মান তুলে দেওয়া হয়।

হৈমন্তী শুক্লার প্রতিক্রিয়াঃ

জেলার এই বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন রাজ্যপাল তথা আচার্য্য কেশরীনাথ ত্রিপাঠী। আসেননি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। প্রথম সমাবর্তন অনুষ্ঠান উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে তরফে আমন্ত্রণপত্রে শিক্ষামন্ত্রীর ‘ভূল’ নাম ছাপা ও তা বিলি করা নিয়ে বিতর্ক তৈরী হয়। যদিও বিশ্ববিদ্যালয়ের তরফে তড়িঘড়ি সেই আমন্ত্রণপত্র প্রত্যাহার করে নতুন আমন্ত্রণপত্র ছাপা হয়। বিশ্ববিদ্যালয়ের এই কাজে ‘অসন্তুষ্টতা’র কারণেই শিক্ষামন্ত্রী আসেননি বলে অনেকে মনে করছেন।যদিও বিশ্ববিদ্যালয় কর্ত্তৃপক্ষ এনিয়ে এদিন মুখ খুলতে চাননি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও প্রতিক্রিয়া মেলেনি।

বক্তব্য।নিজস্ব চিত্র

বিশ্ববিদ্যালয় সূত্রে খবর,এবার প্রথম সমাবর্তনে প্রথম শ্রেণীতে প্রথম ছত্রিশ জন স্বর্ণপদক পেয়েছেন। সত্যনারায়ন বাজোরিয়া স্বর্ণপদক পেয়েছেন তিন জন।এছাড়াও বিগত তিন বছরে পাশ করা সমস্ত ছাত্র ছাত্রীকে এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের শংসাপত্র তুলে দেওয়া হয়।

নিজস্ব চিত্র

একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের তরফে সাম্মানিক ডিলিট দেওয়া হলো সঙ্গীত শিল্পী হৈমন্তী শুক্লা ও সাহিত্যিক শঙ্করকে, ডি.এসসি দেওয়া হলো দুই বিজ্ঞানী অধ্যাপক সমীর ভট্টাচার্য্য ও অধ্যাপক অলককৃষ্ণ গুপ্ত।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here