পুজোর আগেই শহরের রাস্তায় চলবে হুডখোলা দোতলা বাস, মঙ্গলবার উদ্বোধন মুখ্যমন্ত্রীর

0
81

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

বাম আমলে ডবল ডেকার বাস দেখেছেন অনেকেই। যদিও সময়ের ফেরে তা শহরের রাস্তা থেকে উধাও হয়ে গিয়েছিল। এবার সেই নস্টালজিয়াকেই এবার নতুন রূপে ফিরিয়ে আনতে চাইছে রাজ্য পরিবহণ দফতর।

double decker bus | newsfront.co
হুড খোলা বাস যা চলবে কলকাতার রাস্তায়। নিজস্ব চিত্র

প্রায় ১৫ বছর বাদে ফের শহরের রাস্তায় ফিরছে সেই দোতলা বাস। তবে লণ্ডনের সিটি ট্যুরের বাসের আদলে হুডখোলা ডবল ডেকার বাস এবার নামতে চলেছে রাস্তায়।
মঙ্গলবার সেই বাস উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, শেষবার সরকারি ভাবে শহরের রাস্তায় দোতলা বাস চলেছিল ২০০৫ সালে। তারপর ফের ২০২০ সালে চালু হতে চলেছে। কিন্তু তা যাত্রী পরিবহণের জন্য নয়। এই বাস চলবে পর্যটন ও শহর ঘুরে দেখানোর জন্য। আপাতত এই বাসগুলি চালাবে পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম। তবে বাসের ড্রাইভার ও কনডাক্টর দেবে রাজ্য পরিবহণ নিগম।

আরও পড়ুনঃ রাজ্যে কোভিড সংক্রমণ বৃদ্ধি মেনে ছুটি বাতিল স্বাস্থ্যকর্মীদের

জানা গিয়েছে, এই অত্যাধুনিক বাসগুলি বছর খানেক আগে কিনেছিল পরিবহণ নিগম। এই দুটি বাস কিনতে রাজ্যের খরচ পড়েছে প্রায় ৯০ লক্ষ টাকা।জামসেদপুরের বেবকো সংস্থা এই বাস দুটি তৈরি করেছে।
সেই বাসগুলি এবার পরিবহণ নিগম পর্যটন নিগমের হাতে তুলে দিল। তবে কোন রুটে, কীভাবে, কত ভাড়ায় এই বাস চলবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ, এই সব কিছু এখনও ঠিক হয়নি।

নিগমের চেয়ারম্যান তথা মন্ত্রী গৌতম দেব বলেন, ‘কাল মুখ্যমন্ত্রী উদ্বোধন করার পরেই সবকিছু ঠিক হবে। আপাতত কলকাতার পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলতে এই বাস চালানো হচ্ছে।

জানা গিয়েছে, এই অত্যাধুনিক বাসে সিসিটিভি, প্যানিক বাটন, অটো ডোর সবই থাকবে। বাসের একটিই দরজা খুলে ভিতরে ঢুকে উপরে সিঁড়ি দিয়ে উঠতে হবে। মোট আসন রয়েছে ৫০-৫২টি, তার মধ্যে গোট ১৮ ওপরের তলায়। ওপরে থাকবে স্বচ্ছ আবরণ, যা প্রয়োজন মত খুলে দেওয়া যাবে।

আরও পড়ুনঃ মেদিনীপুর শহরের বিদ্যুৎ দফতরের কার্যালয়ে বিক্ষোভ

ইতিহাসের পাতা ঘাঁটলে জানতে পারা যাবে, কলকাতার রাস্তায় প্রথম দোতলা বাস চলে ১৯২৬ এ। স্বাধীনতার পর তৈরি হয় সিএসটিসি, প্রথম দোতলা বাস পথে নামায় এই সরকারি পরিবহণ সংস্থা। বাম আমলের শেষ দিকে ২০০৫ নাগাদ বন্ধ হয়ে যায় এই দোতলা বাস। স্মারক হিসাবে নিউটাউনের ইকো পার্কে রয়েছে একটি নীল সাদা দোতলা বাস। ডিসেম্বর, জানুয়ারিতে এই দোতলা বাসটি মূলত পর্যটকদের জন্য চালানো হয়। এবার ফের পাকাপাকি ভাবে শহরের রাস্তায় নামতে চলেছে হুডখোলা ডবল ডেকার বাস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here